নয়া দিল্লি: কয়েকদিন আগেই দশম ও দ্বাদশের বোর্ডের পরীক্ষার ফল ঘোষণা করল উত্তরপ্রদেশ মাধ্যমিক শিক্ষা পরিষদ (Uttar Pradesh Madhyamik Siksha Parishad)। আর সেই পরীক্ষাতেই এবার অনন্য এক নজির গড়ে রেকর্ড করল ১০ বছরের বালক।  


দিল্লির নয়ডার ১০ বছরের বালক আয়ান গোয়েল ক্লাস টেনের বোর্ড পরীক্ষায় যে কেবল উত্তীর্ণ হয়েছে তাই-ই নয় ৭৬.৬৭ শতাংশ নম্বর পেয়েছে সে। হিন্দিতে সে পেয়েছে ৭৩ শতাংশ, ইংরেজিতে ৭৪, অঙ্কে ৮২, বিজ্ঞানে ৮৩, সোশাল সায়েন্সে ৭৮ এবং কম্পিউটারে ৭০। যদিও নিয়ম অনুযায়ী, ১৪ বছর বয়স না হলে উত্তরপ্রদেশের বোর্ড পরীক্ষায় বসা যায় না। তবে আয়ানের মেধা দেখে তার স্কুলের প্রিন্সিপাল বোর্ড থেকে বিশেষ পারমিশন করে তাকে ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা করেছে। 


অয়ন গোয়েল দাদরির গ্রেটার নয়ডার বাসিন্দা। আয়ানের বাবা একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং তার মা সবিতা গুপ্তা পড়াশোনার সময় তার সমস্ত সন্দেহ দূর করে তাকে সাহায্য করেছিলেন। আয়ানের মা-বাবা বলেছেন যে কোভিডের সময়, আয়ান নিজের পড়ার বই পড়ে পড়ে বিরক্ত হয়ে গেছিল। সেই সময় থেকেই উচ্চশিক্ষার বই পড়তে শুরু করে সে। 


তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে হোম টিউশনের ব্যবস্থা করা হবে তাঁর জন্য। তাঁর পরিবার সিদ্ধান্ত নেয় যে তাকে এমন একটি স্কুলে ভর্তি করানো উচিত যেখানে সে বোর্ডের বিশেষ অনুমতি নিয়ে বোর্ড পরীক্ষা দিতে পারে। আয়ান ইঞ্জিনিয়ার হতে চায়। এখন JEE এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চায় সে।


আরও পড়ুন, স্বপ্নে পূর্বপুরুষদের দেখছেন ? এর অর্থ কী ?


স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আয়ান গোয়েল বুলন্দশহরের জাহাঙ্গিরাবাদের শিব কুমার জনতা ইন্টার কলেজে পড়াশোনা করেছেন। কলেজের অধ্যক্ষ চন্দ্র প্রকাশ আগরওয়াল টাইমস নাও-কে বলেন, "আয়ন একজন অসাধারণ ছাত্র। সে নবম শ্রেণীতে ভর্তি হয়েছিল এবং তার আগে সে বাড়িতেই পড়াশোনা করছিল। এই বয়সেই সব পরীক্ষায় সে ভাল ফল করেছে।" 


টাইমস নাও-কে একান্ত সাক্ষাৎকারে আয়ানের বাবা বলেছেন, "সত্যি বলতে, আমরা সবাই (মা, বাবা এবং আয়ান) নিশ্চিত ছিলাম যে সে ভাল করবে। পরীক্ষার কথা বলার পর যে প্রতিক্রিয়া দিয়েছেন তার ভিত্তিতে, আমরা অনুমান করছিলাম ও ৭৫ থেকে ৮০ শতাংশ নম্বর পেতে পারে। শুধুমাত্র হিন্দি নিয়ে আমাদের সন্দেহ ছিল কারণ তিনি হিন্দিতে একটু দুর্বল। তবে সেটাতেও ভাল ফল পেয়েছেন।"  


Education Loan Information:

Calculate Education Loan EMI