কলকাতা: সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। আজ, বৃহস্পতিবার থেকে এই রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ২৪ মার্চ পর্যন্ত করা যাবে রেজিস্ট্রেশন।


upsc.gov.in বা upsconline.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। আগামী ২৭ জুন এই পরীক্ষা হবে। ৭১২টি পদে নিয়োগ করা হবে।


যোগ্যতামান-


ভারত বা নেপাল, ভূটান, তীব্বতের উদবাস্তুরা আবেদন করতে পারবেন।  আরও তথ্যের জন্য চোখ রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।


বয়স-


ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর, সর্বোচ্চ বয়স ৩২ বছর। সংরক্ষিত আসনের জন্য ছাড় মিলবে।


শিক্ষাগত যোগ্যতা-


স্বীকৃতিপ্রাপ্ত যে কোনও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে।


প্রশ্নপত্রের ধরণ- প্রিলিমিনারি পরীক্ষা হবে পেপার ওয়ান এবং পেপার টু। একাধিক ছোট প্রশ্ন থাকবে। সব মিলিয়ে পূর্ণমান ৪০০। ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে।


পেপার ওয়ানে থাকবে বিজ্ঞান এবং প্রযুক্তি, ইতিহাস এবং সংস্কৃতি, ভূগোল, ভারতীয় রাজনীতি, ভারতীয় অর্থনীতি, পরিবেশ, সাম্প্রতিক ঘটনাবলি সংক্রান্ত প্রশ্ন। প্রশ্নের উত্তর ভুল হলে সংশ্লিষ্ট প্রশ্নের এক তৃতীয়াংশ নম্বর কাটা যাবে।


Education Loan Information:

Calculate Education Loan EMI