UPSC Civil Services Prelims 2022-এর রেজিস্ট্রেশন শুরু, জেনে নিন কীভাবে করবেন আবেদন

UPSC-র অফিশিয়াল সাইট upsc.gov.in. -এ গিয়ে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন পরীক্ষার্থীরা। নির্ধারিত সময় অনুসারে, UPSC প্রিলিমস পরীক্ষা আগামী ৬ জুন দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে।

Continues below advertisement


UPSC Civil Services Prelims 2022: আজ থেকে শুরু ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন(UPSC)সিভিল সার্ভিসেস প্রিলিমস ২০২২ সালের রেজিস্ট্রেশন। UPSC-র অফিশিয়াল সাইট upsc.gov.in. -এ গিয়ে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন পরীক্ষার্থীরা। জেনে নিন কীভাবে করতে হবে আবেদন।

Continues below advertisement

UPSC Prelims 2022-এর রেজিস্ট্রেশনের জন্য আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। নির্ধারিত সময়সূচি অনুসারে, UPSC সিভিল সার্ভিসেস প্রিলিমস পরীক্ষা আগামী ৬ জুন দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে।

UPSC Civil Services Prelims: শিক্ষাগত যোগ্যতা
এই পরীক্ষায় বসতে চাকরিপ্রার্থীদের অবশ্যই কেন্দ্রীয় বা রাজ্যের আইনসভার আইনে প্রতিষ্ঠিত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে অথবা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বারা অন্তর্ভুক্ত যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে একটি ডিগ্রি থাকতে হবে পরীক্ষার্থীদের।

UPSC Civil Services Prelims 2022: কীভাবে আবেদন করবেন ?
প্রথমে আপনাকে UPSC-র অফিশিয়াল ওয়েবসাইট upsconline.nic.in-এ লগ ইন করতে হবে।

এবার হোমপেজে various application form'- লিঙ্কে ক্লিক করুন।

এই পর্বে 'click here for part I registration'-এ ক্লিক করতে হবে।
এখানে আবেদনপত্র পূরণ করুন ও আবেদনপত্রের জন্য ফি জমা দিন।
এবার পরীক্ষাকেন্দ্র নির্বাচন করুন ও ছবি আপলোড করুন।

শেষে agree to the declaration-এ ক্লিক করুন।

UPSC Civil Services Prelims 2022: কীভাবে হবে প্রার্থী বাছাই ?
ইউপিএসসি সিভিল সার্ভিসেসে নিয়োগ তিনটি পদক্ষেপের প্রক্রিয়া। প্রিলিমিনারি, মেনস ও শেষে ইন্টারভিউয়ের মাধ্যমে হবে প্রার্থী বাছাই। দেশের সর্বোচ্চ মানের পরীক্ষা হিসাবে ধরা হয় সিভিল সার্ভিস এক্সামকে। এই চাকরির পরীক্ষায় বসেন বহু পরীক্ষার্থী। তিনটি পর্যায়ে চলে বাছাই পর্ব। শেষে ইন্টারভিউ প্যানেলের মাধ্যমে হয় সর্বশেষ নিয়োগ পর্ব। ভাল বেতনের সঙ্গে সঙ্গে গর্বের চাকরি সিভিল সার্ভিস। যেখানে সুযোগ পান কিছু বাছাই করা প্রার্থী। মেধার পাশাপাশি এই পরীক্ষার জন্য নিতে হয় বিশেষ অনুশীলন। তারপরও বহু প্রার্থী প্রিলিমসে উত্তীর্ণ হতে পারেন না। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola