নয়াদিল্লি: প্রকাশিত হল UPSC ২০২০ সালের সিভিল সার্ভিসের ফাইনাল পরীক্ষার ফল। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুসারে, এই পরীক্ষায় ৭৬১ জনের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের শীর্ষ স্থানাধিকারীর নাম শুভম কুমার।
কে এই শুভম কুমার ?
পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করেছেন আইআইটি বম্বের (IIT Bombay)ছাত্র শুভম কুমার। দেশের এই নাম করা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক B Tech (Civil Engineering) করেছেন শুভম। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন জাগ্রতী অবস্থি। তবে সবার মধ্যে UPSC ২০২০ সালের সিভিল সার্ভিসের ফাইনাল পরীক্ষার নিরিখে দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি। ভোপালের MANIT থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে B Tech (Electrical Engineering)করেছেন অবস্থি।
UPSC Civil Services Examination 2020
পরীক্ষার ফল বলছে, প্রথম ২৫ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও ১২ জন মহিলার নাম রয়েছে। শুভম কুমারের পর দ্বিতীয় স্থান অধিকার করেছেন জাগ্রতী অবস্থি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন অঙ্কিতা জৈন, যশ জালুকা ও মমতা যাদব।
UPSC Civil Services Examination 2020 -এর প্রিলিমস পরীক্ষা অনুষ্ঠিত হয়, ২০২০ সালের অক্টোবরে। পরবর্তীকালে ২০২১ সালের জানুয়ারি ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলে এর মেন পরীক্ষা। মেন পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউয়ের জন্য ডাকে কমিশন। অগস্টের ২ তারিখ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলে গ্রুপ- এ ও গ্রুপ-বি এর ইন্টারভিউ পর্ব। Indian Administrative Service, Indian Foreign Service, Indian Police Service ছাড়াও অন্যান্য Central Services-এর পার্সোনালিটি টেস্ট করা হয় এই ইন্টারভিউয়ের মাধ্যমে।
কীভাবে দেখবেন UPSC Civil Services Examination, 2020-এর ফাইনাল রেজাল্ট
১ প্রথমে UPSC-র সরকারি ওয়েবসাইট upsc.gov.in-এ যোগাযোগ করুন।
২ হোমপেজে UPSC Civil Services Examination, 2020-এর লিঙ্কে ক্লিক করুন।
৩ এখানে আপনার সামনে একটা নতুন পিডিএফ ফাইল খুলে যাবে।
৪ এখান থেকে রেজাল্টের একটা কপি ডাউনলোড করে নিন। যা থেকে ভবিষ্যেতের জন্য হার্ড কপি রেখে দিন।
ইতিমধ্যেই উত্তীর্ণ ৭৬১ জনের নাম নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। তবে পদ খালি হওয়ার ওপরই এদের নিয়োগ স্থির হবে। কমিশন জানিয়েছে, উত্তীর্ণদের মধ্যে ১৫১ জনের নাম অস্থায়ীভাবে নিয়োগের ক্ষেত্রে সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন : India Post Recruitment 2021: Post Office-এ স্পোর্টস কোটায় চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ
আরও পড়ুন : Railway Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে রেল, ১০ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI