UPSC Application: ২০২৪ সালের মে মাসে আসন্ন UPSC পরীক্ষার প্রিলিমসের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই সপ্তাহ থেকেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন আর এরই মধ্যে কমিশন এক কড়া পদক্ষেপ করল আবেদন প্রক্রিয়ার কিছু নিয়ম-নীতি এবার আরও কড়া হল। নতুন নির্দেশিকা অনুসারে, ইউপিএসসি পরীক্ষার আবেদনের সময় অনলাইন আবেদন প্রক্রিয়া (UPSC Exam New Guideline) শুরুর ১০ দিনের মধ্যে তোলা ছবিই কেবলমাত্র আবেদনের সময় পোর্টালে আপলোড করা যাবে। ফলে এই প্রিলিমসের আবেদনের সময় প্রার্থীদের অবশ্যই ৪ ফেব্রুয়ারির মধ্যে তোলা ছবি আপলোড করতে হবে, এর আগে তোলা ছবি আপলোড করা যাবে না।
বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, এর মাধ্যমে পরীক্ষার সময় বা পরীক্ষাকে কেন্দ্র করে প্রযুক্তির প্রয়োগ ও নানারকম জালিয়াতির কাজকর্ম রোধ করা যাবে। রাজস্থান ও উত্তরপ্রদেশে ভুয়ো আবেদন, ভুয়ো ছবি ও প্রযুক্তির অপব্যবহারের বেশ কিছু দৃষ্টান্ত রাজ্যের তরফে কমিশনের কাছে জানানো হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, জানিয়েছেন যে এর মাধ্যমে অধুনা খ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির অপব্যবহার রোধ করা যাবে। সাধারণত এর মাধ্যমে ছবি ও নথি জাল করার বা নকল করার একটা সম্ভাবনা থেকে যায়। আর তা ঘটলে এই ধরনের পাবলিম এক্সামিনেশনে (UPSC Exam New Guideline) গুরুতর সমস্যার সৃষ্টি হতে পারে। প্রার্থী যে পুরনো ছবি আপলোড করেছেন আবেদনপত্র আর পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় প্রার্থীর যে চেহারা তা অনেক সময় ভালভাবে মিলিয়ে দেখা যায় না। সেই কারণে UPSC-র এই নতুন নিয়মের ফলে পরীক্ষার্থীর আইডেন্টিটি সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হয়ে যাবে।
এমন অনেক ঘটনা এর আগে ঘটেছে যেখানে প্রার্থী (UPSC Exam New Guideline) নিজের পুরনো ছবির সঙ্গে এখনকার মুখ মিশিয়ে ছবি বানিয়েছেন কিংবা অন্য প্রার্থীর ছবি দিয়েও আবেদন হয়েছে এর আগে, এমন দৃষ্টান্তও আছে কমিশনের কাছে। বিশেষজ্ঞ অফিসারেরা জানান, UPSC-র নতুন নির্দেশিকা অনুসারে প্রার্থীকে ১০ দিনের মধ্যে তোলা ছবিই কেবল আপলোড করতে হবে। এর ফলে প্রার্থী কোনওভাবেই আবেদনের নথি বা ছবির সঙ্গে জালিয়াতি করতে পারবে না। এতে গ্রামের দুস্থ প্রার্থীদের হয়ত একটু সমস্যা হবে খরচের কারণে, কিন্তু তারপরেও তাঁর আইডেন্টিটি যথাযথ থাকবে বলেই মনে করছেন সকলে।
১৪ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে ২০২৪ সালের UPSC প্রিলিমসের রেজিস্ট্রেশন, চলবে ৫ মার্চ পর্যন্ত। এই পরীক্ষা আয়োজিত হবে আগামী ২৬ মে তারিখে, আর সিভিল সার্ভিসের মেনস পরীক্ষা হবে ১৯ অক্টোবর, ২০২৪ তারিখে।
আরও পড়ুন: CUET UG 2024: CUET UG পরীক্ষার ফর্ম প্রকাশিত, কীভাবে কোথায় আবেদন করবেন, কবে শেষ ?
Education Loan Information:
Calculate Education Loan EMI