নয়াদিল্লি : ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (National Defence Academy) পরীক্ষার ফল প্রকাশ করল ইউপিএসসি (UPSC)। গত ১০ এপ্রিল যে পরীক্ষা হয়েছিল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (Union Public Service Commission) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে শর্ট লিস্টেড হওয়া পরীক্ষার্থীদের নাম। ইন্টারভিউতে কারা ডাক পেয়েছেন দেখা যাবে সেটাও।


দেখতে ক্লিক করুন এই লিঙ্কে


ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ থেকে পনের দিনের মধ্যে সমস্ত প্রার্থীর মার্কশিট আপলোড করে থাকে। (এসএসবি ইন্টারভিউ শেষ করার পরে) এবং ৩০ দিনের জন্য ওয়েবসাইটে উপলব্ধ থাকে।


কীভাবে ডাউনলোড করবেন রেজাল্ট



  • প্রথমে যেতে হবে UPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে। যা হল upsc.gov.in

  • ক্লিক করুন ''Written Result: National Defence Academy and Naval Academy Examination (I), 2022'given under 'Public Notice' Section'-তে

  • UPSC NDA 1 এর রেজাল্ট পিডিএফ ফর্মাটে ডাউনলোড করুন।

  • স্ক্রল করে নিচে নামুন। খুঁজে দেখুন নিজের রোল নম্বর।


যে প্রার্থীরা ইন্টারভিউ রাউন্ডে উত্তীর্ণ হবেন তারা ২ জানুয়ারী ২০২৩ থেকে শুরু হওয়া ১১ তম ইন্ডিয়ান নেভাল একাডেমি কোর্সের (INAC) জন্য জাতীয় প্রতিরক্ষা একাডেমির সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী শাখায় ভর্তি হতে পারবেন।


আরও পড়ুন- ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি, এই পদগুলিতে হবে নিয়োগ


এদিকে, সরকারি চাকরিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য সুখবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) অ্যাসিস্ট্যান্ট জিওফিজিসিস্ট ছাড়াও বহু পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা 12 মে 2022 পর্যন্ত কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ অনলাইনে এই পদগুলিতে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।


UPSC Jobs 2022: কোন কোন পদে হচ্ছে নিয়োগ ?
প্রকাশিত অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সব মিলিয়ে 67টি পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। যার মধ্যে 22জন অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট, 40জন অ্যাসিস্ট্যান্ট জিওফিজিসিস্ট, 1টি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর , 1জন সিনিয়র সায়েন্টিফিক অফিসার, 1জন সিনিয়র লেকচারারের পদে নিয়োগ করা হবে। আর ২জন সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ।


Education Loan Information:

Calculate Education Loan EMI