তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা পুরনা। ছোটবেলা থেকেই আইএএস হওয়ার স্বপ্ন। বাধ সাধল দৃষ্টিশক্তি। কিন্তু দৃষ্টিশক্তি হারালেও মনের জোর কখনও হারাননি তিনি। তাঁর মনোবল ও ইচ্ছাশক্তিকে কুর্নিশ জানিয়ে কাইফ লিখেছেন,’’তামিলনাড়ুর বাসিন্দা ২৫ বছরের পুরনা সুন্থেরি সব বাধা টপকে ইউপিএসসি পরীক্ষায় সফল হয়েছেন। অডিয়ো মেটেরিয়ালই ছিল তাঁর ভরসা। বাবা-মায়ের সঙ্গে বন্ধুরাও তাঁকে প্রচুর সাহায্য করেছেন। স্বপ্নপূরণের লক্ষ্যে কখনই থেমে যাওয়া উচিত নয়।‘‘
এর আগে পুরনা তিনবার ইউপিএসসি পরীক্ষা দিয়েছেন। চতুর্থ বারে তিনি সফল হলেন। সাফল্য উৎসর্গ করেছেন বাবা-মাকে। বলেছেন,’’ওরা সাহায্য না করলে সফল হতাম না। চোখে দেখতে পাই না বলে বাবা-মা দিন-রাত বই পড়ে আমার জন্য অডিয়ো মেটেরিয়াল তৈরি করে দিত।‘‘ বন্ধুরাও যে তাঁকে যথোপযুক্ত সহায়তা করেছেন, তা-ও জানাতে ভোলেননি পুরনা।
স্বপ্ন তো সফল হল এ বার লক্ষ্য কী? এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি বলতে থাকেন, ’’ক্লাস ইলেভেনে পড়ার সময় থেকেই আইএএস হওয়ার স্বপ্ন। তার জন্য চেষ্টার ত্রুটি করিনি। এখন শিক্ষা, স্বাস্থ্য ও মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রগুলিতে কাজ করতে চাই।‘‘ প্রতিবন্ধকতাকে জয় করা এক দৃষ্টিহীন আলো দেখাতে চাইছেন সমাজকে। এ বার সেই যাত্রাই শুরু হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI