নয়াদিল্লি:ইচ্ছে,জেদ এবং চেষ্টার জোরে যে অনেক বাধাই অতিক্রম করা যায় তার সাম্প্রতিকতম উদাহরণ তামিলনাড়ুর পুরনা সুন্থেরি। ২৫ বছরের দৃষ্টিহীন যুবতী এ বার ইউপিএসসি-তে ২৮৬-তম স্থান অর্জন করেছেন। তাঁর এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য মহম্মদ কাইফ। পুরনার সাফল্যের কথা টুইট করেছেন তিনি। পুরনা জানিয়েছেন, জীবনের স্বপ্ন ছিল আইএএস হওয়ার। স্বপ্নসফল হওয়ার যাবতীয় কৃতিত্ব তিনি দিচ্ছেন তাঁর বাবা-মা-কে।
তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা পুরনা। ছোটবেলা থেকেই আইএএস হওয়ার স্বপ্ন। বাধ সাধল দৃষ্টিশক্তি। কিন্তু দৃষ্টিশক্তি হারালেও মনের জোর কখনও হারাননি তিনি। তাঁর মনোবল ও ইচ্ছাশক্তিকে কুর্নিশ জানিয়ে কাইফ লিখেছেন,’’তামিলনাড়ুর বাসিন্দা ২৫ বছরের পুরনা সুন্থেরি সব বাধা টপকে ইউপিএসসি পরীক্ষায় সফল হয়েছেন। অডিয়ো মেটেরিয়ালই ছিল তাঁর ভরসা। বাবা-মায়ের সঙ্গে বন্ধুরাও তাঁকে প্রচুর সাহায্য করেছেন। স্বপ্নপূরণের লক্ষ্যে কখনই থেমে যাওয়া উচিত নয়।‘‘
এর আগে পুরনা তিনবার ইউপিএসসি পরীক্ষা দিয়েছেন। চতুর্থ বারে তিনি সফল হলেন। সাফল্য উৎসর্গ করেছেন বাবা-মাকে। বলেছেন,’’ওরা সাহায্য না করলে সফল হতাম না। চোখে দেখতে পাই না বলে বাবা-মা দিন-রাত বই পড়ে আমার জন্য অডিয়ো মেটেরিয়াল তৈরি করে দিত।‘‘ বন্ধুরাও যে তাঁকে যথোপযুক্ত সহায়তা করেছেন, তা-ও জানাতে ভোলেননি পুরনা।


স্বপ্ন তো সফল হল এ বার লক্ষ্য কী? এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি বলতে থাকেন, ’’ক্লাস ইলেভেনে পড়ার সময় থেকেই আইএএস হওয়ার স্বপ্ন। তার জন্য চেষ্টার ত্রুটি করিনি। এখন শিক্ষা, স্বাস্থ্য ও মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রগুলিতে কাজ করতে চাই।‘‘ প্রতিবন্ধকতাকে জয় করা এক দৃষ্টিহীন আলো দেখাতে চাইছেন সমাজকে। এ বার সেই যাত্রাই শুরু হবে।

Education Loan Information:

Calculate Education Loan EMI