Nandala Saikiran: শিক্ষার পথে দারিদ্র্য কখনও বড় বাধা হয়ে উঠতে পারে না। প্রতিকূলতা থাকলেও তা নিমেষেই জয় করা সম্ভব। আর এই দৃষ্টান্তই গড়ে দিল তেলেঙ্গানার করিমনগর জেলার ভেলিচালা গ্রামের এক যুবক। নাম নন্দলা সাইকিরণ। ২০২৩-এর ইউপিএসসি (UPSC Success Story) পরীক্ষায় তিনি সারা দেশের মধ্যে ২৭ র্যাঙ্ক অর্জন করেছেন। মা বিড়ি বাঁধার কাজ করতেন, বাবা নেই। কিন্তু তারপরেও শত বাধা পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছেছেন নন্দলা (Nandala Saikiran)। জীবনে কোনও বাধাকেই বড় হয়ে উঠতে দেননি তিনি।
বাবা মারা যান ছোটবেলাতেই
২০১৬ সালে নন্দনা সাইকিরণের বাবা ক্যানসারে মারা যান। তারপর থেকে পুরো পরিবারের দায়িত্ব নেন তাঁর মা লক্ষ্মী। একা হাতে সংসার সামলানো এবং তাঁর সন্তানদের মানুষ করার কাজে নিয়ত আত্মবলিদান ছিল তাঁর মায়ের। বিড়ি বাঁধার কাজ করেই দিন চলত তাঁর মায়ের। ঐ কাজ করেই যা উপার্জন করতেন, তা দিয়ে সংসার চালাতে হত। মাকে এত পরিশ্রম করতে দেখে তাঁর ছেলে-মেয়েরাও পড়াশোনায় মনোনিবেশ করেন। নন্দলা সাইকিরণের বসেরা আইআইটিতে পড়াশোনা করতেন, মিশন ভাগীরথীতে বর্তমানে তিনি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে কাজ করছেন।
কীভাবে পড়াশোনা করেছেন নন্দলা
ভেলিচালা গ্রামের সরস্বতী স্কুল থেকে পড়াশোনা করেছেন নন্দলা সাইকিরণ। তারপর উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন করিমনগরের তেজা হাইস্কুলে, তারপর ট্রিনিটি কলেজ থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হন তিনি। ওয়ারাঙ্গেলের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পড়াশোনা করে স্নাতক উত্তীর্ণ হয়ে একটি সফটওয়্যার সংস্থায় কাজ করছিলেন নন্দলা সাইকিরণ।
চাকরি করেও ইউপিএসসির প্রস্তুতি
চাকরি করতে করতেই ইউপিএসসি পরীক্ষার (UPSC Success Story) প্রস্তুতি নেন তিনি। একটি সাক্ষাৎকারে নন্দলা সাইকিরণ জানিয়েছেন যে, প্রথমে চাকরি করতে করতেই পড়াশোনা করছিলেন নন্দলা। কিন্তু প্রথমবারে সেভাবে উত্তীর্ণ হতে পারেননি ইউপিএসসিতে। তারপর তিনি ভেবেছিলেন চাকরি ছেড়ে পড়াশোনা করে ইউপিএসসি উত্তীর্ণ হবেন। কিন্তু তাঁর আত্মীয়-অভিভাবকেরা তাতে বাধা দেন, চাকরি ছাড়তে বারণ করেন। আর এবার একটি কোচিং ক্লাসে ভর্তি হয়ে কঠোর পরিশ্রম করে নন্দলা ইউপিএসসিতে ২৭ র্যাঙ্ক অর্জন করেন।
বাবার স্বপ্নপূরণ করেছেন নন্দলা
সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে নন্দলা জানিয়েছেন যে, তাঁর বাবা তাঁকে প্রায়ই বলতেন এমন কিছু করতে হবে যাতে অন্যদের সাহায্য হয়। আর বাবার মৃত্যুর পরেও বাবার কথাকেই বাস্তুবায়িত করতে আইএএস অফিসার হন নন্দলা সাইকিরণ।
আরও পড়ুন: UGC NET 2024: জুন মাসের NET দেবেন ? কীভাবে করবেন আবেদন, খুঁটিনাটি
Education Loan Information:
Calculate Education Loan EMI