Ministry of Defence Recruitment 2022: প্রতিরক্ষা মন্ত্রকে গবেষক পদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন জানেন ?

Ministry of Defence: ডিআরডিও-র ইলেকট্রনিক্স অ্যান্ড রাডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে (এডিএ)-তে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Continues below advertisement

Ministry of Defence Recruitment 2022: ডিআরডিও-র ইলেকট্রনিক্স অ্যান্ড রাডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (এলআরডিই) ও প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে (এডিএ)-তে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। 12 জুন থেকে শুরু হবে আবেদনের প্রক্রিয়া। আবেদনের শেষ তারিখ 3 জুলাই 2022 রাখা হয়েছে। 

Continues below advertisement

Ministry of Defence Jobs: কোথায় আবেদন করতে হবে ?
ইলেকট্রনিক্স ও রাডার ডেভেলপমেন্ট এস্টাবলিসমেন্টে জুনিয়র রিসার্চ ফেলো পদে খালি রয়েছে। একই সঙ্গে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে একজন গবেষক / ইঞ্জিনিয়ার 'জি' পদের বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। এই পদগুলির জন্য আবেদনকারী আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট rac.gov.in   অথবা www.drdo.gov.in  এ গিয়ে আবেদন করতে পারেন। এই পদগুলিতে আবেদন করার আগে আপনি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি পরীক্ষা করতে পারেন। 
 
Ministry of Defence Jobs: গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: 12 জুন 2022

আবেদনের শেষ তারিখ: 3 জুলাই 2022

অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি নিয়োগ 2022 পদ - বিজ্ঞানী/প্রকৌশলী 'জি' (1 টি)

বেতন- লেভেল -14, ম্যাট্রিক্স Rs.144200-218200

Apply for aeronautical posts : এই তারিখ থেকে পদের জন্য আবেদন করুন

আবেদনের শুরুর তারিখ: 20 মে 2022

আবেদনের শেষ তারিখ: 23 জুন 2022

বয়সসীমা- এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স 50 বছর রাখা হয়েছে।

Ministry of Defence Jobs: শিক্ষাগত যোগ্যতা

ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং -এ আবেদনের ক্ষেত্রে প্রথম বিভাগে স্নাতক ও 
সংশ্লিষ্ট ক্ষেত্রে 15 বছরের অভিজ্ঞতা লাগবে চাকরিপ্রার্থীর। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিযাল বিজ্ঞপ্তি দেখতে হবে। সেই ক্ষেত্রে দুটি অফিশিয়াল সাইটে নজর দিতে হবে আবেদনকারীদের। ওপরে সেই সাইটগুলির নাম দেওয়া রয়েছে।

আরও পড়ুন: QR Code On Medicines: আপনি যে ওষুধ কিনছেন তা আসল না নকল ? এই উপায়ে ধরবেন জালিয়াতি

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola