প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হল,  এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি।  পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় ফলপ্রকাশ করা হল। 

পর্যদের তরফে জানানো হল 

  • এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং
  • পাসের হারে ২ নম্বরে পূর্ব মেদিনীপুর, তিনে কলকাতা
  • মাধ্যমিকে পাসের হার ৮৬.৩১ শতাংশ
  • গত বছরের তুলনায় বেড়েছে পাসের হার
  • প্রথম দশে আছেন ৫৭ জন
  • দক্ষিণ ২৪ পরগনা থেকে মোট ৮ জন পরীক্ষার্থী জায়গা পেয়েছেন তালিকায়  প্রথম দশটি স্থানে যারা জায়গা করে  নিয়েছেন, তারা কে কোন জেলার দেখে নেওয়া যাক এক নজরে। 
  • দক্ষিণ ২৪ পরগনা থেকে ৮ জন আছে মেধাতালিকায় ।
  • দক্ষিণ দিনাজপুর থেকে ৭ জন রয়েছে মেধা তালিকায়।
  • পূর্ব বর্ধমান থেকে ৭ জন রয়েছেন টপ ১০-এ।
  • পূর্ব মেদিনীপুরের ৭ জন রয়েছেন মেরিট লিস্টে।
  • বাঁকুড়ার  ৪ জন রয়েছেন এই তালিকায়।
  • মালদার ৪ জন আছেন টপ টেনে।
  • পশ্চিম মেদিনীপুরের ৪ জন রয়েছেন এই তালিকায়।
  • বীরভূমের ৩ জন রয়েছেন লিস্টে।
  • উঃ ২৪ পরগনা  থেকে মেধাতালিকায় জায়গা পেয়েছেন ২ জন।
  • কোচবিহার থেকে ২ জন জায়গা পেয়েছেন মেধা তালিকায়।
  • হুগলি থেকে ২ জল আছেন মেরিট লিস্টে।
  • নদিয়া থেকে আছেন ২ জন।
  • হাওড়া থেকে আছেন  ১ জন।
  • উত্তর দিনাজ পুর থেকে ১ জন।
  • ঝাড়গ্রাম থেকে ১ জন। 
  • পুরুলিয়া থেকে মেধাতালিকায় আছে ১ জন।
  • কলকাতা থেকে মেধা তালিকায় আছেন ১ জন।  এ বছর মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন পরীক্ষার্থী। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি।

মাধ্যমিকের ফল প্রকাশিত । দেখা যাচ্ছে এবিপি আনন্দ-এর ওয়েবসাইটে। 

দেখে নিন আপনার রেজাল্ট  এখানে ক্লিক করে         

                                     

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'দিল্লির পরিযায়ী পাখিরা বাংলায় এসে বাংলা সম্পর্কে মিথ্যে ছড়ায়,' ফের আক্রমণে মমতা 

 


Education Loan Information:

Calculate Education Loan EMI