কলকাতা : করোনা আবহের মধ্যেই মঙ্গলবার মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষার্থীদের বিগত পরীক্ষার মূল্যায়ণের ভিত্তিতে এবারে ফল প্রকাশ করা হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। সকাল ১০টা থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে। এবছরে আমাদের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। যে ফলাফলের জন্য wb10.abplive.com ওয়েবসাইটে নজর রাখতে হবে। রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অফ বার্থ দিলেও জানা যাবে মাধ্যমিকের ফলাফল।


করোনা আবহের জেরে এবার মাধমিক বাতিল হয়েছিল। তাই স্বাভাবিকভাবে কোনও ছাত্রছাত্রী অ্যাডমিট হাতে পায়নি। রোল নম্বর কেউ জানে না। তাই রেজিস্ট্রেশন ও জন্মতারিখ দিয়েই এবারে নম্বর জানতে পারবে পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের প্রথমে wb10.abplive.com-এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এরপর ১০ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। তারপর দিতে হবে ডেট অফ বার্থ। 


মঙ্গলবারই, পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিলি করা হবে স্কুলগুলিকে। এদিনই স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে। তবে, কোভিড পরিস্থিতিতে পরীক্ষার্থী নয় অভিভাবকদের হাতে দেওয়া হবে মার্কশিট। পর্ষদ জানিয়েছে, সংশ্লিষ্ট পরাক্ষার্থীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখিয়ে, অভিভাবকদের মার্কশিট সংগ্রহ করতে হবে। অন্যদিকে, ২২শে জুলাই, অর্থাত্‍, বৃহস্পতিবার, দুপুর ৩টেয় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। বিকেল ৪টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। বিগত বছরের মতো এবারও পরীক্ষার্থীরা wb12.abplive.com ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। এক্ষেত্রেও রেজিস্ট্রেশন নম্বর দিয়েই ওয়েবসাইটে ফল দেখা যাবে।  উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ফলপ্রকাশের পরদিন, অর্থাত্‍, আগামী ২৩ জুলাই, স্কুল থেকে মিলবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। সেদিনই মার্কশিট সার্টিফিকেটের সঙ্গে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে।


এবছর, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মেধাতালিকা পরম্পরায় ছেদ পড়ছে। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, যেহেতু কোনও পরীক্ষাই হয়নি, তাই আনুষ্ঠানিকভাবে মেধা তালিকা প্রকাশ করা হবে না। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ লক্ষ। 


মাধ্যমিকের নম্বর মূল্যায়ন কীভাবে-
নবমের মার্কশিট, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিকের ফলাফল। ৫০-৫০ শতাংশ হারে ২০২১-এর মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে। নবম শ্রেণীর মার্কশিট ও দশম শ্রেণীর অভ্যন্তরীন মূল্যায়ণকে সমান গুরুত্ব দিয়ে মার্কশিট দেওয়া হবে। এই মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বসা যাবে পরীক্ষায়। পরীক্ষায় বসলে, সেই পরীক্ষার রেজাল্টই চূড়ান্ত বিবেচিত হবে বলে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। 


একঝলকে মাধ্যমিকের ফলাফল দেখার পদ্ধতি-



  • প্রথমে wb10.abplive.com ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

  • এরপর ১০ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। 

  • তারপর দিতে হবে ডেট অফ বার্থ। 


Education Loan Information:

Calculate Education Loan EMI