অভিজিৎ চৌধুরী, মালদা: প্রকাশিত হয়েছে এবছরের উচ্চমাধ্যমিকের ফল (WBCHSE WB HS Results 2024)। এ বছর মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন ১৫টি জেলার ৫৮ জন। প্রথম পাঁচে ১২ জন রয়েছেন। যার মধ্যে অন্যতম পঞ্চম স্থানাধিকারী সুপ্তোত্থিতা সরকার। হবিবপুরের বুলবুলচণ্ডী গিরিজা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর প্রাপ্ত নম্বর ৪৯২।


 



উচ্চ মাধ্যমিকে পঞ্চম সুপ্তোত্থিতা: উচ্চ মাধ্যমিকে রাজ্যে পঞ্চম হয়ে নজর কাড়লেন মালদার সুপ্তোত্থিতা সরকার। ইংরেজবাজার শহরের রিজেন্ট পার্কের বাসিন্দা। বাবা প্রান্তিক সরকার বুলবুলচণ্ডী গিরিজা সুন্দরী স্কুলেরই শিক্ষক। কলেজের শিক্ষিকা হতে চান সুপ্তোত্থিতা। তিনি বলেন, “কলেজের শিক্ষিকা হওয়ার ইচ্ছে আছে। মেধা তালিকায় ঠাঁই পেয়ে ভাল লাগছে।”                                  


উচ্চমাধ্যমিকে জেলার জয়জয়কার: লোকসভা ভোটের মধ্যেই পরীক্ষার ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। মেধাতালিকায় হুগলি থেকে সবথেকে বেশি। ১৩ জন রয়েছেন এই তালিকায়। এরপর বাঁকুড়া থেকে ৯, দক্ষিণ ২৪ পরগনা থেকে ৭ এবং কলকাতা থেকে মেধা তালিকায় জায়গা পেয়েছেন ৫ জন। উচ্চ মাধ্যমিকে এ বছর পাসের হার ৯০ শতাংশ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পরিসংখ্যান অনুযায়ী, বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৭.১৯ শতাংশ,বাণিজ্যে পাসের হার ৯৬.০৮ শতাংশ এবং কলা বিভাগে ৮৮.২ শতাংশ।                               


একনজরে মেধাতালিকা:



  • এবছর উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের অভীক দাস। ৫০০-র মধ্যে তিনি পেয়েছেন ৪৯৬।

  • উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫।

  • এ বছর উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছেন অভিষেক গুপ্ত। মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়ার প্রাপ্ত নম্বর ৪৯৪।

  • যৌথভাবে চতুর্থ ও মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির প্রতীচী রায় তালুকদার ও চন্দননগর কৃষ্ণভাবিনী নারী শিক্ষামন্দিরের স্নেহা ঘোষ। ২ জনেরই প্রাপ্ত নম্বর ৪৯৩। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: WBCHSE WB HS Results 2024: ১ থেকে ১০-এ ৫৮ জন, দেখে নিন উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা


Education Loan Information:

Calculate Education Loan EMI