Success Story: চাই ড্রিম জবের স্বপ্ন, লক্ষ্য হতে হবে স্থির; সাফল্যের পথে কোনটা পাখির চোখ WBCS অফিসার সুমন বিশ্বাসের ?

ফাইল ছবি
WBCS Success Story : দুচোখ ভরা স্বপ্ন আর জেদ ছিল সঙ্গী। একাধিকবার ব্যর্থতা এলেও তা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। সেই চড়াই উতরাইয়ের কাহিনি এবিপি লাইভকে জানালেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস।
কলকাতা: কৃষক পরিবারের সন্তান। বিডিওদের দেখেই অনুপ্রেরণা। সঙ্গে সমাজকল্যাণমূলক কাজের নেশা। সেই থেকেই স্বপ্ন দেখার শুরু। ব্যর্থতা এলেও লক্ষ্যে অবিচল থেকেছেন। শেষমেশ জয়ের হাসি হেসেছেন
শিক্ষা (Education) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে