Success Story: চাই ড্রিম জবের স্বপ্ন, লক্ষ্য হতে হবে স্থির; সাফল্যের পথে কোনটা পাখির চোখ WBCS অফিসার সুমন বিশ্বাসের ?

WBCS Success Story : দুচোখ ভরা স্বপ্ন আর জেদ ছিল সঙ্গী। একাধিকবার ব্যর্থতা এলেও তা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। সেই চড়াই উতরাইয়ের কাহিনি এবিপি লাইভকে জানালেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস।

কলকাতা: কৃষক পরিবারের সন্তান। বিডিওদের দেখেই অনুপ্রেরণা। সঙ্গে সমাজকল্যাণমূলক কাজের নেশা। সেই থেকেই স্বপ্ন দেখার শুরু। ব্যর্থতা এলেও লক্ষ্যে অবিচল থেকেছেন। শেষমেশ জয়ের হাসি হেসেছেন

Related Articles