WBCS Success Story: প্রস্তুতির পথে কোন দিকে নজর দিলেই সাফল্য অবধারিত ? পরামর্শ দিলেন WBCS অফিসার ঈপ্সিতা

ইপ্সিতা ভট্টাচার্য। ছবি: ফেসবুক
WBCS Exam: ব্লক স্তর থেকে প্রশাসন পরিচালনা এবং যাবতীয় উন্নয়নমূলক প্রয়োগ মূলত যাদের কাঁধে ভর করে এগোয় তাঁদের একেবারে প্রথম সারিতে থাকেন ডব্লিউবিসিএস অফিসারেরা। এই পরীক্ষার সাফল্যের জন্য কী কী প্রয়োজন?
কলকাতা: WBCS এক্সিকিউটিভ- বহু তরুণ-তরুণীর স্বপ্নের চাকরি। প্রস্তুতির পথে কোথায় কতটা মেপে পা ফেলতে হবে? পরামর্শ দিলেন WBCS (EXE) ঈপ্সিতা ভট্টাচার্য।
মধ্য কলকাতা বউবাজারের বাসিন্দা। ছোট থেকেই বাংলা
শিক্ষা (Education) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে