কলকাতা: অ্যাডমিট কার্ড প্রকাশিত হল ডব্লিউবিডজেইই-এর। ২০২২ সালের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন বোর্ডের (West Bengal Joint Entrance Examination Board) তরফে। ২২ এপ্রিল সন্ধেবেলায় অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন পদ্ধতিতে অ্যাডমিট কার্ড (admit card) পাওয়া যাবে।


কীভাবে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড:
wbjeeb.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্কে ক্লিক করতে হবে।
সেখানে অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
স্ক্রিনে WBJEE 2022 এর অ্যাডমিট কার্ড দেখা যাবে।
সেখানে ডাউনলোড অপশন ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে।


অ্যাডমিটে যেখানে নজর:
অ্যাডমিট কার্ডে (admit card) পরীক্ষার্থীর নাম, জন্মতারিখ, পরীক্ষাকেন্দ্রের নাম-ঠিকানা, পরীক্ষার দিন এবং সময় লেখা রয়েছে কিনা দেখে নিন।


পরীক্ষার জন্য যা নির্দেশ:
পরীক্ষা দিতে যাওয়ার সময় অ্যাডমিট কার্ড এবং বৈধ পরিচয়পত্র রাখতে হবে।
পরীক্ষার সময় নীল অথবা কালো রঙের বলপয়েন্ট পেন (Ball Point Pen) ব্যবহার করা যাবে।
পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
কোনওরকম বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। মোবাইল ফোন, ক্যালকুলেটর, লগ টেবিল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। 


৩০ এপ্রিল আয়োজিত হবে ২০২২ সালের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন (West Bengal Joint Entrance Examination)।


এর আগে জয়েন্ট ও উচ্চমাধ্যমিক পরীক্ষা একদিনে পড়ে গিয়েছিল। বারবার বদল করতে হয়েছে পরীক্ষার দিন। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার সময়সূচিও বদলাতে হয়েছে। বারবার উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনের সঙ্গে একই দিনে পড়ে যাওয়ায় সমস্যার সম্মুখীন হয়েছিলেন পড়ুয়ারা। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের একটা বড় অংশ একই বছরে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় বসেন। ফলে এই সমস্যায় পরীক্ষার আগে মানসিকভাবেও ধাক্কা খেয়েছেন পরীক্ষার্থীরা।       


আরও পড়ুন: ক্রেডিট-ডেবিট কার্ড নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের নয়া নিয়ম, জেনে নিন এখনই


Education Loan Information:

Calculate Education Loan EMI