কলকাতা: পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রাস (West Bengal Joint Entrance) পরীক্ষায় কে কোন আসন পাবেন- সেই আসন বণ্টন (Seat Allotment)-এর প্রথম রাউন্ডের ফল বেরোবে আজ ২৩ জুলাই। যাঁরা এই রাউন্ডে আসন পাবেন, তাঁদের acceptance fee দিতে হবে। পাশাপাশি যে প্রতিষ্ঠানে তাঁরা সুযোগ পেয়েছেন সেখানে যোগাযোগ করতে হবে। সেই প্রতিষ্ঠানে নথি যাচাই এবং ভর্তি হওয়ার প্রক্রিয়ার জন্য যোগাযোগ করতে হবে। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত এই প্রক্রিয়া করতে হবে।
২৩ জুলাই প্রথম রাউন্ডে আসন বণ্টন (WBJEE Seat Allotment) হবে। রাজ্য জয়েন্ট এন্ট্রাস-এর দ্বিতীয় রাউন্ডের আসন বণ্টনের ফল প্রকাশ হবে ৩১ জুলাই। সেই ফল বেরনোর সঙ্গে সঙ্গেই পেমেন্টের কাজ সেরে ফেলতে হবে। তার সঙ্গেই যোগাযোগ করতে হবে সেই নির্দিষ্ট প্রতিষ্ঠানে। সেখানে নথি যাচাই এবং ভর্তি প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে। দ্বিতীয় রাউন্ডে যে আসন বণ্টন হবে তার জন্য ৩১ জুলাই থেকে ৩ আগস্টের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে।
আসন বণ্টন নিয়ে আরও রাউন্ড হবে। Mop-Up Round হবে আগস্টেই। ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত এই মপ-আপ রাউন্ড হবে। এই রাউন্ডের ফল বেরোবে ৯ আগস্ট।
যাঁরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস (WBJEE 2024) বা JEE Main 2024-যাঁরা পাশ করেছেন তাঁরাই এই কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
WBJEE নিয়ে বিশেষ বিশেষ দিন:
WBJEE কাউন্সেলিং রেজিস্ট্রেশন ডেডলাইন- ২১ জুলাই, ২০২৪
WBJEE প্রথম রাউন্ডের আসন বণ্টন: ২৩ জুলাই, ২০২৪
আসনের জন্য ফি দেওয়া এবং রিপোর্টিং: ২৩ জুলাই-২৯ জুলাই, ২০২৪
WBJEE দ্বিতীয় রাউন্ডের আসন বণ্টন: ৩১ জুলাই, ২০২৪
আসনের জন্য ফি দেওয়া এবং রিপোর্টিং: ৩১ জুলাই-৩ আগস্ট, ২০২৪
মপ-আপ রাউন্ড: ৫ আগস্ট থেকে ৭ আগস্ট
মপ-আপ রাউন্ডের ফল: ৯ আগস্ট
কীভাবে রেজিস্ট্রেশন:
কাউন্সেলিংয়ের জন্য আগেই রেজিস্ট্রেশন করতে হয়েছিল। WBJEE- এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিগত তথ্য, পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং পছন্দ অনুযায়ী কলেজ বেছে নিতে হতো। রেজিস্ট্রেশনের পরে আবেদনকারীকে পছন্দ অনুযায়ী কলেজ বাছাই করতে হয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: শ্রাবণ মাসে শিবের বর কাদের ভাগ্যে? কারা উঠবেন ফুলেফেঁপে
Education Loan Information:
Calculate Education Loan EMI