কলকাতা: ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর বিভিন্ন পদে প্রিলিম পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে।WBPSC Recruitment 2021 Exam-এর চাকরিপ্রার্থীরা পরীক্ষার দিনক্ষণের তালিকা এখন ডাউনলোড করতে পারবেন। wbpsc.gov.in-এ পাবেন এই পরীক্ষার তারিখ।


সম্প্রতি পরীক্ষার দিন ঘোষণা নিয়ে নোটিস জারি করেছে ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। নোটিসে বলা হয়েছে ইনডাস্ট্রিয়াল কেমিস্ট জেনারেল উইং ও অ্যাসিস্ট্যান্ট সুপারিনডেন্ডেন্ট (নন মেডিক্যাল)-এর পরীক্ষা নেওয়া হবে আগামী ২৭ নভেম্বর। এছাড়াও জিও ফিজিক্যাল অ্যাসিসিস্ট্যান্ট, ডিরেক্টর অর্গানাইজার অফ ফিজিক্যাল এডুকেশন ও প্রিপেরাটরি স্কুল মিসট্রেস-এর পরীক্ষা হবে ৪ ডিসেম্বর। দুপুর ৩টে থেকে ৪.৩০ পর্যন্ত হবে এই পরীক্ষা।  


wbpsc.qov.in সাইটে গিয়ে এই প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে চাকরিপ্রার্থীকে। দুই পরীক্ষার্থীদের ক্ষেত্রে যথাক্রমে ২২ নভেম্বর ও ২৯ নভেম্বর এই হলটিকিট ডাউনলোড করা যাবে। অফিশিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে পরীক্ষার সিলেবাস। যা থেকে প্রস্তুতি নিতে পারবেন পরীক্ষার্থীরা।


এদিকে আজ প্রকাশিত হতে পারে ২০২১ সালের সিভিল সার্ভিস পরীক্ষার ফল। upsc.gov.in থেকে পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন চাকরিপ্রার্থীরা। IAS Prelims ছাড়াও একই সঙ্গে UPSC Indian Forest Services-এর ফল প্রকাশিত হওয়ার কথা।


UPSC Prelims Result 2021: একবার এই প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে ২০২১ সালের মেন পরীক্ষায় বসতে পারবেন চাকরিপ্রার্থীরা। ২০২২ সালের ৭ জানুয়ারি হবে এই মেন পরীক্ষা। গত ১০ অক্টোবর ২০২১ সালে UPSC Prelims পরীক্ষা নেওয়া হয়। ট্রেন্ড অনুযায়ী ২১ দিনের মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা। 


আরও পড়ুন: IAS Success Story: জুতোর দোকানে কাজ থেকে IAS অফিসার , জানুন শুভম গুপ্তা- এক সাধারণ ছেলের অসাধারণ কাহিনি


আরও পড়ুন: IAS Success Story: নিজের বিশ্লেষণ করতে হবে নিজেকেই, ছোট্ট গ্রামের পরিচয় এখন মমতাতেই


আরও পড়ুন: Asiatic Society Recruitment: কলকাতায় এশিয়াটিক সোসাইটিতে একাধিক পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI