কলকাতা: এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার পদে ইন্টারভিউয়ের দিন ঘোষণা করল West Bengal Public service commission (WBPSC)। আগামী ১০ মে থেকে অফিশিয়াল সাইটে ঢুকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন চাকরিপ্রার্থীরা। 


আগেই ইন্টারভিউয়ের জন্য এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার পদে প্রার্থী নির্বাচন করেছিল কমিশন। ইন্টারভিউয়ের সূচি নিয়ে বিস্তারিত জানতে লগ ইন করতে হবে pscwbapplication.in-এ। আগামী ১৭-১৮ মে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে প্রার্থীদের। ইতিমধ্যেই চাকরি প্রার্থীদের রোল নম্বর, রিপোর্টিং টাইম, ইন্টারভিউ টাইম সবই অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে কমিশন।


কীভাবে ডাউনলোড করবেন ?


প্রথমে ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করতে WBPSC-র সরকারি ওয়েবসাইট pscwbapplication.in-এ লগ ইন করুন। সাইটে ঢোকামাত্রই হোমপেজে যান প্রথমে। সেখান থেকে একেবারে হোয়াটস নিউ সেকশনে ঢুকে পড়ুন। সেখানে সিডিউল অফ ইন্টারভিউ অফ রিক্রুটমেন্ট সেগমেন্টে এগ্রিকালচারাল মার্কেটিং অফিসারে ক্লিক করুন। দেখবেন ১৪/১৯-এর তারিখ দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেখানে সাইট থেকে ইন্টারভিউয়ের সিডিউল পিডিএফ দেখাবে। তা সিস্টেম থেকে একটা প্রিন্ট আউট নিয়ে নিন। পরবর্তীকালে এটা আপনার কাজে আসতে পারে।


নির্ধারিত ইন্টারভিউ সূচি


কমিশনের সাইটে নির্ধারিত ইন্টারভিউ সূচি অনুযায়ী ১৭ ও ১৮ মে স্থির হয়েছে দিনক্ষণ। প্রথমদিন সকাল সাড়ে দশটায় বেশ কয়েকজন প্রার্থীর রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে। সেদিন প্রথম হাফে ইন্টারভিউয়ের সময় সকাল ১১টা। বাকিদের রিপোর্টিং টাইম রাখা হয়েছে বেলা ১২টা। দুপুর দেড়টায় শুরু হবে অন্য ব্যাচের ইন্টারভিউ সেশন।


একইভাবে ১৮ তারিখ প্রথম হাফের রিপোর্টিং টাইম রাখা হয়েছে সকাল সাড়ে দশটায়। নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছতে হবে প্রার্থীকে। আধ ঘণ্টা পরই শুরু হবে ইন্টারভিউ। বাকিদের রিপোর্টিং টাইম রাখা হয়েছে বেলা ১২টা। এদের ক্ষেত্রে ইন্টারভিউ শুরু হবে দুপুর দেড়টা থেকে। ইন্টারভিউয়ের পূর্ণ শিডিউল জানতে অফিশিয়াল সাইটে গেলেই দেখা যাবে বিস্তারিত। আগামী ১০মে থেকে নিজেদের ইন্টারভিউ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন চাকরিপ্রার্থীরা।


Education Loan Information:

Calculate Education Loan EMI