Jobs In WBPSC: সরকারি চাকরি খুঁজলে এটাই হতে পারে সেরা সময়। সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গল (WBPSC) আপনার জন্য নিয়ে এসেছে জুনিয়র ইঞ্জিনিয়ার (Civil/ Mechanical/ Electrical)পদে চাকরির সুবর্ণ সুযোগ। আগ্রহী প্রার্থীরা (WBPSC)-র সাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।


WBPSC Jobs: গুরুত্বপূর্ণ তারিখ 
রাজ্য়ের এই জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদনের ক্ষেত্রে ১৬ নভেম্বর আজ থেকে চাকরিপ্রার্থীরা ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। এই পদে আবেদনের ক্ষেত্রে শেষ তারিখ রাখা হয়েছে ৭ডিসেম্বর। এরপরে আর কোনও আবেদনপত্র নেবে না কর্তৃপক্ষ। মনে রাখবেন, এখানে কেবল জুনিয়র ইঞ্জিনিয়ার (Civil/ Mechanical/ Electrical) পদে নিয়োগ করা হবে। কেবল পশ্চিমবঙ্গের মধ্যেই হবে এই নিয়োগ।


Jobs In WBPSC: শিক্ষাগত যোগ্যতা
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) পদে কাজের জন্য আবেদনকারীকে স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, পশ্চিমবঙ্গ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে।জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)পদেও  চাকরিপ্রার্থীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। বাকি জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) পদে আবেদনের জন্য স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, পশ্চিমবঙ্গ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।


WBPSC Jobs: চাকরিপ্রার্থীর বয়সসীমা
 এই তিন পদে আবেদনের ক্ষেত্রে  চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। এই ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে।


Jobs In WBPSC: আবেদনের ফি
এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থী Debit Cards (RuPay/Visa/MasterCard/Maestro), Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets ছাড়াও ব্যাঙ্ক কাউন্টারে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারেন।


Gen/OBC শ্রেণির প্রার্থীদের জন্য  আবেদনকারীদের ১৬০টাকা ফি দিতে হবে।
SC/ST/PwB শ্রেণির প্রার্থীদের জন্য কোনও ফি দিতে হবে না।


আরও পড়ুন: ITBP Recruitment 2022: ITBP-তে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি, ২৮৭টি শূন্যপদে হবে নিয়োগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ


Education Loan Information:

Calculate Education Loan EMI