কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের অধীনে অতিথি শিক্ষক নিয়োগের (Guest Teachers) বিজ্ঞপ্তি জারি হয়েছে। বীরভূমে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে হবে এই নিয়োগ। চাকরিপ্রার্থীদের আগামী ৮ নভেম্বরের মধ্যে এই পদের জন্য আবেদন করতে হবে।
WBBCWTD Teacher Recruitment 2021: বীরভূমের এই পদে সব মিলিয়ে ৭জন অতিথি শিক্ষক নিয়োগ করা হবে।নির্দিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করে হবে এই নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে।
কোন পদে কত নিয়োগ
গেস্ট টিচার
– Life Science: 01
– Geography: 01
– Chemistry: 01
– Santali: 01
– Bengali: 01
– English: 01
– History: 01
WBBCWTD Teacher Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT), ট্রেইনড গ্যাজুয়েট টিচার (TGT)রা এই পদের জন্য আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীদের B.Ed
উত্তীর্ণ ও কমপক্ষে ২ বছর কোনও স্বীকৃত স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
WBBCWTD Teacher Recruitment 2021: বয়স সীমা
অতিথি শিক্ষক বা গেস্ট টিচার পদে আবেদনের জন্য কোনও প্রার্থীর বয়স সীমা ৪০ পার করলে চলবে না। মনে রাখতে হবে, এই নিয়োগ
পুরোপুরি এক বছরের চুক্তির ভিত্তিতে হবে।
WBBCWTD Teacher Recruitment 2021: প্রার্থী বাছাই
বীরভূমের জেলা ভিত্তিক বাছাই কমিটি এই শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে। সেই ক্ষেত্রে পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ দিতে
হবে। পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সম্পর্কে West Bengal Backward Classes Welfare & Tribal
Development, Office-এর অফিশিয়াল সাইট https://birbhum.gov.in-এ এই বিষয়ে বিশদে জানতে
পারবেন।
WBBCWTD Teacher Recruitment 2021: কীভাবে আবেদন করবেন ?
২৫ অক্টোবর থেকে শুরু হয়েছে এই পদে আবেদন। আগামী ৮ অক্টোবরের মধ্যে চাকরিপ্রার্থীদের উপযুক্ত যোগ্যতার প্রমাণপত্র সহ
https://birbhum.gov.in সাইটে আবেদন করতে হবে।
Official website of District Birbhum — https://birbhum.gov.in
আরও পড়ুন: IAS Success Story: নিজের বিশ্লেষণ করতে হবে নিজেকেই, ছোট্ট গ্রামের পরিচয় এখন মমতাতেই
আরও পড়ুন: Asiatic Society Recruitment: কলকাতায় এশিয়াটিক সোসাইটিতে একাধিক পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI