West Bengal Co-Operative Service Commission Jobs:  ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশনে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগামী ২১ জানুয়ারির মধ্যে অনলাইনে করতে হবে আবেদন।

West Bengal Co-Operative Service Commission Jobs: ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশনে ৪৮ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।  Lower Division Assistant, Assistant, Supervisor, Clerk, Grade-III, Grade-II, Marketing Officer, Assistant Manager, Officers ছাড়াও আরও অন্যান্য পদে হবে নিয়োগ। একবার প্রার্থী বাছাই হলে রাজ্যের বিভিন্ন স্থানে নিয়োগ করা হবে তাদের।

WBCSC Recruitment 2021: কোন পদে কত নিয়োগ

ADVERTISEMENT NO. 04/2021.Grade-II : 03 postsProcurement Officer (Tech) – 01 postMarketing Officer – 02 PostsAssistant Manager (Marketing) – 03 postsGrade-II A Manager – 02 postsJunior Marketing Officer – 02 postsJunior Procurement Officer – 01 postOfficer (Scale-I) – 01 post

ADVERTISEMENT NO. 05/2021Lower Division Assistant – 11 postsAssistant – 06 postsField Supervisor/ Office Assistant (Grade-III) – 02 postsOffice Assistant – 03 postsMarketing Procurement Assistant – 02 postsTechnical Assistant – 02 postsComputer/ Cash Clerk – 02 postsGrade-III – 03 postsSupervisor – 03 posts

WBCSC Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতাএই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। সঙ্গে ৬ মাসের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে চাকরিপ্রার্থীর। Officer (Scale-I) পদের জন্য  B.Tech/M.Tech in Software/Hardware-এ চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারেন।Procurement Officer (Tech) পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে Diploma in  Handloom & Textile পাশ হতে হবে।Lower Divison Assistant পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর B.Com (Hons.) যোগ্যতা লাগবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।

WBCSC Recruitment 2021: বয়স সীমাএই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে। তবে, SC/STদের জন্য ৫ বছর OBC-দের জন্য ৩ বছর ও PWD-দের জন্য ১০ বছরের বয়স সীমায় ছাড় দেওয়া হয়েছে।মনে রাখতে হবে, এই পদের জন্য চাকরিপ্রার্থীর অবশ্যই ক্লাস ১০ ও ১২-এর পাঠ্যক্রমে বাংলা প্রথম ও দ্বিতীয় ভাষা হিসাবে থাকতে হবে।

WBCSC Recruitment 2021: প্রার্থী বাছাইএই পদগুলির জন্য মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের। পরবর্তীকালে কম্পিটারের দক্ষতাও পরীক্ষা করা হবে। শেষে ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। এই সবের বিষয়ে বিশদে জানতে চাকিরপ্রার্থীদের West Bengal Co-Operative Service Commission (WBCSC) — http://www.webcsc.org  -এ যোগাযোগ করতে হবে।

  আরও পড়ুন : CISF Recruitment 2021: কেন্দ্রীয় বাহিনীতে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি, কীভাবে আবেদন করবেন জানেন ?

  আরও পড়ুন :Job list for this week: SBI-TCS ছাড়াও আরও চাকরির সুযোগ, এই সপ্তাহেই আবেদনের শেষ তারিখ 

  আরও পড়ুন : South Central Railway Jobs : রেলে চাকরির বিজ্ঞপ্তি জারি, এই যোগ্যতা আছে কি ?


Education Loan Information:

Calculate Education Loan EMI