Higher Secondary Result Live: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, প্রথম স্থানে বর্ধমান সিএমএস হাইস্কুলের রূপায়ণ পাল
WBCHSE 12th Result Live: সল্টলেকে বিদ্যাসাগর ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা। মার্কশিট পাওয়া যাবে ৮ মে অর্থাৎ বৃহস্পতিবার

Background
প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫-র ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। গত ৩ মার্চ শুরু হয়েছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় ১৮ মার্চ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, দুপুর সাড়ে ১২টায় সংসদের অফিস থেকে সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করে। প্রথম স্থানে বর্ধমান সিএমএস হাইস্কুলের রূপায়ণ পাল।
WBCHSE Result Live: এ বছর প্রথম বার মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়েছে
সংসদের তরফে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এ বারের উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ৪,৭৩,৯১৯ জন। এ বছর প্রথম বার মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়েছে। কোথাও প্রশ্ন ফাঁস হয়নি। প্রশ্নপত্র নিয়েও অভিযোগ আসেনি। মোবাইল নিয়ে ধরা পড়েছিলেন কয়েক জন, তাঁদের পরীক্ষা বাতিল করা হয়েছে।
WB 12th Result Live: পরীক্ষার্থীরা বুধবারই দুপুর ২টো থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন
অন্যান্য বছরের মতো এবারও wb12.abplive.com-এ লগ ইন করে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন। wb12.abplive.com-এ ফল দেখার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে যেতে হবে।






















