কলকাতা: কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি আগেই জারি করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। এবার রাজ্য পুলিশের কনস্টেবল (West Bengal Police Constable 2024) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হল।  এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ৭ মার্চ থেকে শুরু হবে আবেদনের প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া চলবে এক মাস ধরে। শেষ হবে ৫ এপ্রিল। রাজ্য পুলিশের (West Bengal Police Recruitment 2024) অফিসিয়াল ওয়েবসাইটের রিক্রুটমেন্ট অপশনে গেলেই দেখা যাবে নোটিসটি। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ১০,২৫৫টি। 


আবেদনের তারিখ ও সময়সীমা 



  • আবেদন শুরু ৭ মার্চ, ২০২৪

  • আবেদন শেষ ৫ এপ্রিল, ২০২৪


মোট শূন্য়পদ - ১০২৫৫। এর মধ্যে পুরুষ কনস্টেবলদের মোট পদের সংখ্যা ৭২২৮ ও মহিলা কনস্টেবলদের জন্য মোট পদের সংখ্যা ৩০২৭। 


আবেদনের জন্য বয়সসীমা


আবেদনের জন্য় বয়স অন্তত ১৮ বছর হতে হবে। ২০২৪ সালের ১ জানুয়ারির নিরিখে ৩০ বছরের বেশি বয়স এমন কেউ আবেদন করতে পারবেন না। বয়সের উর্দ্ধসীমার ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। সেই ছাড় শ্রেণি অর্থাৎ ক্যাটেগরি অনুযায়ী দেওয়া হবে।


ভাষাগত যোগ্যতা


বাংলা লিখতে,পড়তে ও বলতে জানতে হবে। কালিম্পং ও দার্জিলিং জেলার হিল সাব ডিভিশনের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। তাদের জন্য ১৯৬১ সালের ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট প্রযোজ্য হবে।


শিক্ষাগত যোগ্যতা


রাজ্যের মধ্য়শিক্ষা পর্ষদের অধীনে কোনও স্কুল থেকে মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এর বাইরে মাধ্যমিক সমতুল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।


কীভাবে আবেদন করতে হবে (How To Apply) ?



  • প্রথমে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের (WB Police Job 2024) অফিসিয়াল সাইটে যেতে হবে।

  • সেখানে হোমপেজে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল রেজিস্ট্রেশন লিঙ্ক ২০২৪-এ ক্লিক করতে হবে।

  • এর পর নিজের প্রাথমিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। 

  • পরের ধাপে আবেদনের ফর্ম ফিলাপ করতে হবে। 

  • পরবর্তী পর্যায়ে দরকারি নথিপত্র আপলোড করতে হবে।

  • শেষ পর্যায়ে আবেদনের জন্য নির্দিষ্ট ফি পেমেন্ট করলেই আবেদন সম্পূর্ণ।

  • আবেদন শেষ হলে ভবিষ্যতের ফর্মটির একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।


ডিসক্লেইমার: পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ আবেদনের আগে অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন। শুভেচ্ছা।


আরও পড়ুন - Jobs And Recruitments: বাংলায় পুলিশে চাকরির সুযোগ, কত শূন্যপদ রয়েছে? কোন কোন পদে নিয়োগ হবে?


Education Loan Information:

Calculate Education Loan EMI