Indian Railways Job: রেলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সেন্ট্রাল রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (Central Railways Recruitment)।লেভেল-১ ও লেভেল ২ পদে হবে নিয়োগ।ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
Central Railways Recruitment: কোন পদে কত নিয়োগ
সব মিলিয়ে ১২ জন প্রার্থী বাছাই করা হবে। ২০২১-২২ অর্থবর্ষে স্কাউট ও গাইড কোটা থেকে হবে এই নিয়োগ। চাকরিপ্রার্থীদের Central Railways, Railway Recruitment Cell অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এই বিষয়ে বিশদে জানতে রেলের বিজ্ঞপ্তি দেখে নিতে হবে আবেদনকারীদের।
SCOUTS AND GUIDES QUOTA
– Level 2 Posts: 02
– Level 1 Posts: 10
Indian Railways Job: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। ITI পাশ প্রার্থীদের জন্যও রয়েছে চাকরির সুযোগ। তবে চাকরিপ্রার্থীদের অবশ্যই স্কাউট বা গাইডের যোগ্যতা থাকতে হবে। অন্যথায় তারা এই পদে আবেদন করতে পারবেন না।
Central Railways Recruitment: বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স লেভেল ১-এর জন্য ১৮-৩৩ বছরের মধ্যে হতে হবে। লেভেল-২ এর ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮-৩০ বছর। তবে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
Indian Railways Job: কীভাবে আবেদন করবেন ?
সেন্ট্রাল রেলের এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে Central Railways, Railway Recruitment Cell — https://www.rrccr.com-এ ওয়েবসাইটে আবেদন করতে হবে। আগামী ২০ ডিসেম্বরের মধ্যে করতে হবে আবেদন।অনলাইনে সেন্ট্রাল রেলের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদনের পর সিস্টেম জেনারেটেড স্লিপ নিজের কাছে প্রামাণ্য নথি হিসাবে রাখতে হবে চাকরিপ্রার্থীকে।
Official website of Central Railways, Railway Recruitment Cell — https://www.rrccr.com
আরও পড়ুন : CSIR-CMERI,West Bengal Jobs: রাজ্যের এই নামী প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, ২২টি পদে হবে নিয়োগ
Education Loan Information:
Calculate Education Loan EMI