Jobs And Recruitments: পশ্চিম-মধ্য (West Central Railway) রেলবিভাগে হতে চলেছে নিয়োগ। শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করবে রেল কর্তৃপক্ষ। অনলাইনের মাধ্যমে করা যাবে আবেদন। পশ্চিম-মধ্য রেল অর্থাৎ ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট wcr.indianrailways.gov.in- এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন যোগ্য প্রার্থীরা। মোট ৩০১৫টি শূন্যপদ রয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ ডিসেম্বর থেকে এবং তা চলছে ১৪ জানুয়ারি, ২০২৪ সাল পর্যন্ত।
- JBP Division: 1164 posts
- BPL Division: 603 posts
- KOTA Division: 853 posts
- CRWS BPL: 170 posts
- WRS KOTA: 196 posts
- HQ/JBP: 29 posts
আবেদনকারীদের যোগ্যতা (শিক্ষাগত এবং বয়স)
রেলের এই শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য আবেদনকারেদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা সমতুল্য কোনও পরীক্ষা যা ১০+২ এক্সামিনেশন সিস্টেমের আওতাধীন, সেখান থেকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। এক্ষেত্রে স্বীকৃতি এবং অনুমোদন প্রাপ্ত বোর্ডের গুরুত্ব রয়েছে। এর পাশাপাশি আবেদনকারীদের কাছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (NCVT/SCVT) থাকতে হবে। ১৫ থেকে ২৪ বছর বয়সীরা রেলের এই শিক্ষানবিশ পদের জন্য আবেদন জানাতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ যোগ্য প্রার্থীদের শিক্ষানবিশদের কীভাবে বেছে নেওয়া হবে
যাঁরা আবেদন করবেন তাঁদের মেধার ভিত্তিতে তৈরি হবে মেধা তালিকা। দশম শ্রেণি অথবা সমতুল্য পরীক্ষায় একজন আবেদনকারী কত নম্বর পেয়েছিলেন তার ভিত্তিতেই মেধা তালিকা তৈরি করবে রেল কর্তৃপক্ষ। এছাড়াও দেখা হবে আইটিআই- এর নম্বর। দু'ক্ষেত্রেই গড় নম্বরের বিচারে তৈরি হবে মেধাতালিকা। অর্থাৎ আবেদনকারীদের মেধার ভিত্তিতে প্রাপ্ত নম্বর অনুসারেই তৈরি হবে মেরিট লিস্ট বা মেধা তালিকা এবং তার ভিত্তিতেই হবে নিয়োগ।
অ্যাপ্লিকেশন ফি কোন আবেদনকারীদের জন্য কত ধার্য করা হয়েছে, জেনে নিন
তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলা আবেদনকারীদের জন্য ৩৬ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। আর বাকি আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ১৩৬ টাকা। বাকি যাবতীয় তথ্য ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রয়োজনে সেখানে যাবতীয় খুঁটিনাটি তথ্য দেখে নিতে পারবেন আবেদনকারীরা।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
Education Loan Information:
Calculate Education Loan EMI