ইনদওর: একাধিক হেভিওয়েট প্রার্থী। প্রচারে তারকা সমাবেশ। সব মিলিয়ে মধ্য প্রদেশের এবার লোকসভা ভোটে উত্তেজনা আর আগ্রহ ছিল তুঙ্গে। সবচেয়ে বেশি কৌতূহল হয়তো গুনা কেন্দ্র নিয়ে। যেখানে বিজেপির জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার (Jyotiraditya Scindia) সঙ্গে লড়াই কংগ্রেসের রাও যাদবেন্দ্র সিংহের (Rao Yadevendra Singh)। বিদিশায় লড়াই কংগ্রেসের প্রতাপ ভানু শর্মার (Pratap Bhanu Sharma) সঙ্গে বিজেপির শিবরাজ সিংহ চৌহানের (Shivraj Singh Chouhan)


কী হবে মধ্য প্রদেশে লোকসভা নির্বাচনের ফল? পাল্লা ভারি কাদের দিকে? এবিপি নিউজ়-সি ভোটার সমীক্ষায় উঠে এল ইঙ্গিতপূর্ণ পূর্বাভাস।


১৯ এপ্রিল থেকে ১৩ মে-র মধ্যে মধ্য প্রদেশের ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। চার দফায় হয় রাজ্যে ভোট। মোট আসন ২৯টি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ভোট পড়ে ৬৫.৫৮ শতাংশ। চতুর্থ দফায় নিমাচ মালওয়া কেন্দ্রে সবচেয়ে বেশি ৭১ শতাংশ ভোট পড়েছিল।


এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষা বলছে, মধ্য প্রদেশে মোট ২৯টি আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে ২৬ থেকে ২৮টি আসন। I.N.D.I.A জোট পেতে পারে ১ থেকে ৩টি আসন। অন্যান্যরা কোনও আসন পাবে না বলেই জানিয়েছে সমীক্ষক সংস্থা।


সব মিলিয়ে ৫৩.৫০ শতাংশ ভোট পেতে পারে এনডিএ জোট। I.N.D.I.A জোট পেতে পারে ৩৭.৬০ শতাংশ ভোট। অন্যান্যরা মেতে পারে ৮.৯০ শতাংশ ভোট।


সমীক্ষা সরাসরি দেখতে ক্লিক করুন নীচের লিঙ্কে



সব মিলিয়ে মধ্য প্রদেশে গেরুয়া ঝড়ের ইঙ্গিতই দেওয়া হয়েছে।                                               


আরও পড়ুন: Exit Poll Live: অন্য বুথফেরত সমীক্ষাতেও বাংলায় পাল্লা ভারী বিজেপির


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।





ডিসক্লেমার: সি ভোটারের সমীক্ষা সম্পূর্ণ রূপে সঠিক প্রমাণিত হয়, কখনও আংশিক আবার কখনও আসল ফলের ঠিক উল্টোটাও হয়। তাই এই সমীক্ষায় ফল যাই হোক না কেন তাকে ধ্রুবসত্য মনে করার কোনও কারণ নেই। সি ভোটারের এই সমীক্ষার সঙ্গে সম্পাদকীয় নীতির কোনও সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থার দেওয়া তথ্যগুলো পাঠকদের সামনে তুলে ধরি মাত্র।