Jeje Lalpekhlua Exclusive : ফুটবল ও রাজনীতিতে তফাত আর কই ! মানুষের বিধায়ক হওয়ার শপথ জেজে লালপেখলুয়ার

এবিপি লাইভ বাংলায় এক্সক্লুসিভ জেজে লালপেখলুয়া
Mizoram Assembly Election : প্রায় ১৫ বছরের দীর্ঘ ফুটবল কেরিয়ার। দেশের সব বড় ক্লাবের পাশাপাশি দীর্ঘদিন খেলেছেন জাতীয় দলের জার্সিতে। রাজনীতি অপছন্দ করা জেজে হঠাৎ ভোটের মাঠে নামলেন কীভাবে ?
অঞ্জন চক্রবর্তী, কলকাতা : ফুটবল মহল তাঁকে চেনে স্নাইপার হিসেবে। সবুজ ঘাসের মাঠের গণ্ডি টপকে রাজনীতির মাঠে নেমেও প্রথম সুযোগেই 'গোল'। প্রথমবার ভোটে লড়েই বিধায়ক। তাও বিধানসভা নির্বাচনে !
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে