অরিন্দম সেন, আলিপুরদুয়ার: একদিকে যখন বসিরহাটে (Basirhat BJP Candidate Rekha Patra) বিজেপি প্রার্থী রেখা পাত্রের গাড়ি ধাওয়ার অভিযোগ, তখনই অন্য দিকে সৌজন্যের রাজনীতির ছবি দেখল আলিপুরদুয়ার (Alipurduar Political Courtesy)। সেখানে গণনার চূড়ান্ত মুহূর্তগুলি পাশাপাশি বসে দেখলে তিন প্রার্থী। নজর রাখলেন টিভির পর্দায়। মুখে হাসি সকলের। ভোটযুদ্ধের আঁচ থাকলেও সৌজন্যের মেজাজ টাল খেল না একচুলও।


যা ঘটল...
রাজ্য তথা দেশের বাকি কেন্দ্রগুলির মতো উত্তরবঙ্গের এই কেন্দ্রেরও ভাগ্য নির্ধারণ আজ। তার মধ্যে তিন প্রতিপক্ষ, অর্থাৎ বিজেপির মনোজ টিগ্গা, তৃণমূলের প্রকাশ চিক বরাইক এবং বাম-কংগ্রেস সমর্থিত আরএসপি প্রার্থী মিলি ওরাঁও-কে দেখা গেল এক সঙ্গে। গণনার মাঝে সর্বভারতীয় ভোটগণনার উপর নজর রাখতে কেন্দ্র থেকে বেরিয়ে এলেন তিন জন। গণনাকেন্দ্রের বাইরে মিডিয়া সেন্টারে বসে পাশাপাশি বসেই নজর রাখলেন টিভির পর্দায়। হাসিমুখে কথাও হলো নিজেদের মধ্যে। প্রতিবেদনটি যখন লেখা হচ্ছে, তখনকার হিসেব অনুযায়ী আলিপুরদুয়র কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা। গণনা শেষে তাঁর মুখের হাসি চওড়া হবে নাকি শেষ হাসি অন্য কেউ হাসবে, সেটার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা জরুরি। কিন্তু ভোটগণনার সময় যে তাঁঁদের মধ্যে কোনও উত্তেজনা বা অসৌজন্যের মেজাজ নেই, সেটা স্পষ্ট। দক্ষিণবঙ্গের এক কেন্দ্রে যখন রেখা পাত্রের গাড়ি ধাওয়া ঘিরে তুমুল আলোড়ন চলছে, তখন উত্তরবঙ্গের কেন্দ্রের এই ছবি নিঃসন্দেহে সৌজন্যের আমেজ তৈরি করেছে।


আলিপুরদুয়ার আসন নিয়ে...
পশ্চিমবঙ্গে যে ৪২টি লোকসভা আসন রয়েছে, তার মধ্যে আলিপুরদুয়ার আসনটি তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। সাতটি বিধানসভা কেন্দ্র এর আওতায় রয়েছে।২০১৯ সালের নির্বাচনে জয়ী জন বার্লাকে প্রার্থী না করে মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গাকে এই লোকসভা আসন থেকে এবার প্রার্থী করেছে বিজেপি। এই নিয়ে অবশ্য কম জলঘোলা হয়নি। প্রার্থী তালিকায় মনোজের নাম দেখে ক্ষোভে ফেটে পড়েছিলেন বার্লা। জানিয়েছিলেন, তাঁর জন্যই টিকিট পাননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পরে অবশ্য সুর নরম করেন। অন্য দিকে, গত ১০ মার্চ, জনগর্জন সভা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল তৃণমূল। সেখানে দেখা যায়, আলিপুরদুয়ার থেকে প্রকাশ চিক বরাইককে প্রার্থী করেছে তারা। বামফ্রন্ট আবার, অন্দরের দরকষাকষির পর এই আসনে আরএসপির প্রার্থী মিলি ওরাওঁ-কে দাঁড় করানোর সিদ্ধান্ত নেয়। চা বাগানের সমস্যা এখানে ভোটের অন্য়তম বড় ইস্যু হতে পারে বলে ধারণা ছিল রাজনৈতিক মহলের।


 


আরও পড়ুন:রেজাল্ট বেরোলে পরিবারের লোকদের পুড়িয়ে মারব, অভিযোগ রেখা পাত্রর