সোমনাথ মিত্র, গোঘাট: এবার লোকসভা ভোটের প্রচারে (Lok Sabha Election campaign) বেরিয়ে গ্রামের গৃহবধূর হাত থেকে গুগলির ঝোল তৃপ্তি করে খেলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগ (Arambagh TMC Candidate Mitali Bag)। রান্নাটা তাঁর এতটাই ভালো লেগেছে যে শেষকালে চামচ ছেড়ে হাতে করেই একেবারে বাটি চেটেপুটে খেলেন তিনি। বললেন, "মা যে জিনিসটাই খাওয়ান সেটাই তো অমৃত!"


কয়েকদিন আগেই হুগলির সিঙ্গুরে ভোট প্রচারে বেরিয়ে তৃপ্তি ভরে দই খেয়ে সিঙ্গুরের দইয়ের প্রশংসা করেছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তারপর পাণ্ডুয়া তে প্রচারের ফাঁকে রাস্তার ধারে ঘুগনি বিক্রেতার থেকে ঘুগনি খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তিনি। এবার ভোট প্রচারে বেরিয়ে গ্রামের গৃহবধূর হাত থেকে গুগলির ঝোল খেয়ে প্রশংসার বন্যা বইয়ে দিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী।


বুধবার আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভা এলাকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী মিতালী বাগ। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে গোঘাট এক নম্বর ব্লকের ভাদুর এলাকায় উপস্থিত হয়ে দলীয় পতাকা উত্তোলন করে জনসংযোগ শুরু করেন প্রার্থী। চৈত্রের কাঠফাটা রোদ গায়ে মেখে একেবারে গ্রামের বাড়িতে বাড়িতে ঢুকে জনসংযোগ করলেন মিতালী বাগ। বয়সে সেঞ্চুরি পেরোনো মহিলার পা ছুঁয়ে আশীর্বাদ নিতেও দেখা যায় তাঁকে। গ্ৰামের মহিলাদের একেবারে জড়িয়ে ধরে জনসংযোগ করতে দেখা যায় তাঁকে। গরমের হাত থেকে একটু তৃষ্ণা মেটাতে কেউ কেউ জল শরবতও দিলেন বাড়িতে ভোট চাইতে আসা প্রার্থীকে। প্রচার করতে করতে ভাদুর এলাকার পোড়া বাগানে এক গৃহস্থের বাড়িতে উপস্থিত হন প্রার্থী। গল্পের ছলে বাড়িতে কী কী রান্না হয়েছে জিজ্ঞাসাবাদ করেন তৃণমূল প্রার্থী। গুগলির ঝোলের কথা বলতেই তার পছন্দের কথা জানিয়ে দেন গৃহস্থকে। তারপরই এক বাটি ভর্তি গুগলির ঝোল এনে চামচে করে তৃণমূল প্রার্থী মিতালী বাগকে খাইয়ে দেন এক গৃহবধূ। খেতে খেতে গ্রামের গুগলির খুব প্রশংসা করেন তিনি। এরপর চামচ ছেড়ে একেবারে হাতে করে গুগলি ঝোলের বাটি চেটেপুটে খান আরামবাগের তৃণমূল প্রার্থী।


আরও পড়ুন: Lok Sabha Election 2024: যুব সম্প্রদায় ও মহিলাদের কাছে বেশি করে পৌঁছানোর পরামর্শ, বাংলায় দলের বুথ সভাপতিদের বার্তা মোদির


ভোট প্রচারের ফাঁকে মিতালী বাগ বলেন, "গুগলির ঝোল আমার খুব প্রিয়। প্রচারে গিয়ে দেখলাম গুগলির ঝোল হয়েছে। আর গ্রামের মেয়ে গুগলি খাব না এটা কখনও হতে পারে। সব থেকে বড় কথা একজন মা এসে আমাকে খাইয়ে দিলেন, আর মা যে জিনিসটা খাওয়ান সেটা তো আমাদের কাছে অমৃত। দারুণ লেগেছে খেতে।"


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।