কলকাতা: মেরেকেটে এক ঘণ্টার ফারাক মাঝখানে। তার মধ্যেই বদলে গেল পরিস্থিতি। তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর কথা বলেও পিছিয়ে গেলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় (Babun Banerjee)। বাবুন দলের বিরুদ্ধে সরব হওয়ার পরই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন মমতা। এর পরই বাবুন জানান, তিনি প্রার্থী হবেন না। মমতার ভাই হয়েই থাকতে চান শুধু।
বুধবার এবিপি আনন্দে প্রথম দলের বিরুদ্ধে মুখ খোলেন বাবুন। একান্ত সাক্ষাৎকারে জানান, হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করায় আপত্তি রয়েছে তাঁর। প্রসূনের চেয়ে অনেক যোগ্য প্রার্থী থাকতেও, তাঁকে প্রার্থী করা হল কেন, প্রশ্ন তোলেন বাবুন। আরও এক কদম এগিয়ে জানান, প্রসূনের বিরুদ্ধে নির্বাচনে নামতে প্রস্তুত তিনি। প্রয়োজনে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াবেন। (Lok Sabha Elections 2024)
এর পর উত্তরকন্যা থেকে ভাইয়ের বিরুদ্ধে মুখ খোলেন মমতা। তিনি বলেন, "আমার পরিবার বলে কিছু নেই। পরিবারকে বাদ দিয়ে, যে যাঁর খেলা খেলুন। আজ থেকে আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করলাম। ওকে আমি পরিবারের অংশ বলে মনে করি না। যাঁর কথা বলছেন, তাঁর অনেক কাজকর্মই আমার পছন্দ নয়। হাওড়ায় দলের প্রার্থী প্রসূন বন্দ্য়োপাধ্যায়। তাঁকে জেতানোর দায়িত্ব আরও বেড়ে গেল।" মমতা আরও জানান, অনেক কথা প্রকাশ্যে বলা যায় না। তাই তিনিও প্রকাশ্যে কিছু বলবেন না। তবে তিনি পরিবারতন্ত্র করেন না, মানুষতন্ত্র করেন। কিছু মানুষের বয়স বাড়লে লোভও বাড়ে।
বাবার মৃত্যুর পর অনেক কষ্ট করে সংসার চালিয়েছেন, ভাইকে মানুষ করার চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি বলেও এদিন মন্তব্য করেন মমতা। এর পর বাবুনের সঙ্গে যোগাযোগ করা হলে সুর বদলে ফেলেন তিনি। বলেন, "ভুল করলে যা বলবেন, আমি শুনতে রাজি। দিদির বাইরে কিছু চিনি না আমি। দিদি যা ইচ্ছে বলতে পারে ভাইকে। অভিভাবক হিসেবে উনি যা বলেছেন, ঠিক বলেছেন। এটা আমাদের ব্যক্তিগত জায়গা। অনেক অপছন্দ থাকতে পারে। দিদি যা বলবে, আমি তাই করব। আমি মনে করি দিদির আশীর্বাদ। আমি ভোটে দাঁড়াব না। দিদির ভাই হয়ে থাকব। প্রার্থী নিয়ে কোনও অসন্তোষ নেই।"
বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর কথা হয় বলেও এদিন জানিয়েছিলেন বাবুন। কিন্তু মমতা সম্পর্ক ছিন্ন করার কথা জানাতেই ফেসবুকেও একটি ভিডিও বার্তা পোস্ট করেন বাবুন। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, আমি তাঁর সঙ্গে আছি। আমি বিজেপি-তে যাচ্ছি বলে যে খবর ছড়িয়েছে, তা অসত্য, ভুয়ো খবর।" বাবুন আগেও জানিয়েছিলেন, বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা হলেও, মমতা যতদিন আছেন, দল ছাড়ার কথা ভাবছেন না তিনি।