এক্সপ্লোর
Advertisement
বুথে বুথে গুড়-বাতাসা থাকবে, ফের অনুব্রত
বীরভূম: ভোটের বীরভূমে গুড়-বাতাসার গুঞ্জন! সৌজন্যে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তবে এই গুড়-বাতাসার মধ্যে অন্য গন্ধ পাচ্ছে বিরোধীরা। কিন্তু, যে যাই বলুক গুড়-বাতাসায় অনড় অনুব্রত। সে নির্বাচন কমিশন তাঁকে যতই নজরবন্দি বা শোকজ করুক...তাঁর একটাই কথা, বুথে বুথে থাকবে গুড়-বাতাসা।
শনিবার, বীরভূমের যেখানে যেখানে ঘুরলেন অনুব্রত, সব জায়গাতেই গুড়-বাতাসা নিয়ে হাজির তৃণমূল কর্মীরা। কিন্তু, ভোটের বীরভূমে কেন বারবার গুড়-বাতাসা খাওয়ানোর কথা বলছেন জেলা তৃণমূল সভাপতি? তার কোনও সদুত্তর মেলেনি। ডায়টিশিয়ানদের মতে, গরমে গুড়-বাতাসার তেমন কোনও উপকারিতা নেই।
তাহলে কোন উপকারিতার জন্য গুড়-বাতাসার কথা বলছেন অনুব্রত মণ্ডল? আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, অনুব্রতর ব্যাখ্যা, গুড়ের-বাতাসার রং হল একটু কালচে লাল। কালচে লাল কীসের রং জানেন? উত্তরে আনন্দবাজার পত্রিকার প্রতিনিধি প্রশ্ন করেন, শুকিয়ে যাওয়া রক্তের? হেসে অনুব্রত বলেছিলেন, আপনি বুঝে নিলেন। আমি কিন্তু কিছু বলিনি।
এই মন্তব্যের পরই অনুব্রত মণ্ডলের গ্রেফতারের দাবিতে কমিশনের দ্বারস্থ হন বিরোধীরা। তবে তৃণমূলনেত্রী অবশ্য শনিবারও ফের একবার অনুব্রতর পাশেই দাঁড়ান।
বিরোধীদের কটাক্ষ, নেত্রীই যখন পাশে, তখন অনুব্রতকে রোখে কার সাধ্যি! আর তাই অনুব্রত মণ্ডলের গুড়-বাতাসার ব্যাখ্যা শুনে, বিরোধীদের মনে আশঙ্কার মেঘ গুর-গুর...!!
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement