পূর্ণেন্দু সিংহ ও তুহিন অধিকারী, বাঁকুড়া: অনেকদিন আগেই দু'জনের 'পথ গিয়েছে বেঁকে।' আর এবার ভোটের ময়দানে একেবারে মুখোমুখি লড়াই। প্রচারেও সেই মেজাজ স্পষ্ট। একদিকে যখন সপ্তাহের প্রথম দিনে ট্রেনে উঠে ভোটপ্রচার করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, অন্য দিকে সে দিনই আদিবাসীদের মধ্যে গিয়ে মেতে উঠলেন তাঁর প্রাক্তন স্ত্রী তথা বিষ্ণুপুরেরই তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। 


'ঝালমুড়ি' বনাম 'নাচের ছন্দ'...
সোমবার সকালে বিষ্ণুপুর লোকসভার বেলিয়াতোড়ের বেনাচাপড়া আদিবাসী অধ্যুষিত গ্রামে হাজির হন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। সেখানে আদিবাসী মানুষদের সাথে নিয়ে জাহের থানে পুজো দেন তিনি। এরপরেই আদিবাসী সাথে ধামসা মাদলের তালে তাল মিলিয়ে নৃত্যে সামিল হন। আদিবাসীদের সাথে নৃত্যের মাধ্যমে জনসংযোগও করেন। বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রচার সেরে এক আদিবাসী পরিবারের দাওয়ায় বসে মুড়ি খেতে খেতে গল্প করতেও দেখা যায় তাঁকে। তাৎপর্যপূর্ণভাবে এদিন মুড়ি খেতে খেতে প্রচার করেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁও। বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সোনামুখী রেল স্টেশন থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ট্রেনে চেপে ভোট প্রচার করেন তিনি। কথা বলেন ট্রেনযাত্রীদের সঙ্গে। প্রত্যেকের কাছে হাতজোড় করে  ভোট চান। পাশাপাশি ট্রেনে চেপে ঝালমুড়িও খান। সৌমিত্র খাঁয়ের সঙ্গে ছিলেন সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি-সহ কর্মী-সমর্থকেরা।


প্রেক্ষাপট...
২০১৬ সালের ১ জুলাই বিয়ে হয়েছিল বিষ্ণুপুরের সৌমিত্র ও বড়জোড়ার সুজাতা। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র। তবে আদালতের নিষেধাজ্ঞায় সৌমিত্র নিজের নির্বাচনী কেন্দ্রে ঢুকতে না পারায় স্বামীর হয়ে তাঁর কেন্দ্রে প্রচার করেন সুজাতা। ২০১৯ সালে মূলত সুজাতার কাঁধে ভর করেই ভোট বৈতরণী পার করেন সৌমিত্র। ভোটে জেতার জন্য যাবতীয় কৃতিত্ব সৌমিত্র স্ত্রীকেই দিয়েছিলেন। কিন্তু এর পর থেকে রাজনৈতিক ও পারিবারিকভাবে স্বামীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হচ্ছিল বেশ কিছুদিন ধরে। একুশের বিধানসভা নির্বাচনের আগে সেই দূরত্ব বাড়তে বাড়তে ভাঙনের রূপ নেয়। স্ত্রী তৃণমূলে যোগ দিয়ে ঘাসফুলের পতাকা হাতে নিতেই  সাংবাদিক বৈঠক চলাকালীন নাটকীয় ভঙ্গিতে বিবাহ-বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন বিষ্ণুুপুরের সাংসদ। এবার মুখোমুখি লড়াইয়ে দুজন। এর আগে ভোট প্রচারে বেরিয়ে প্রাক্তন স্বামী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সঙ্গে অসুরের তুলনা করেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। পাল্টা সৌমিত্রর জবাব,  ' ওঁর মাথার ঠিক নেই, পাগলকে নিয়ে বেশি কিছু বলছি না।'  


 


আরও পড়ুন:সাত দফায় লোকসভা নির্বাচন বাংলায়, জানাল কমিশন