বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে সপ্তাহদুয়েক আগে। জোরকদমে চলছে ভোটপ্রচার। একশোরকম ব্যস্ততার মধ্য়ে একটু-আধটু 'ভুল' হতে পারে, তা বলে দলীয় প্রার্থীকেই ভোটে হারানোর হুঙ্কার? প্রার্থীর নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Tamluk BJP candidate Abhijit Ganguly)। তাঁর জন্য প্রচারে 'ভুল' ঘিরে তুমুল বিতর্কে বিজেপির জেলা সাধারণ সম্পাদক। পরে সেই ভুল স্বীকারও করে নেন তিনি। কিন্তু হয়েছিল ঠিক কী?


বিতর্ক যা নিয়ে...
গত কাল, বৃহস্পতিবার, ময়নায় প্রচার সারেন তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ময়নার সেই প্রচারমঞ্চ থেকে বক্তব্য় রাখার সময় 'গন্ডগোল' করে ফেলেন বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দন মন্ডল। একটি ভিডিওয় দেখা যাচ্ছে চন্দন বলছেন, অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে দু'লক্ষের বেশি ভোটে হারাবো। সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। এবিপি আনন্দ আলাদা করে ভিডিও-র সত্যতা যাচাই করেনি। তবে ভাইরাল ভিডিও ঘিরে তুমুল হইচই শুরু হতেই চন্দন মন্ডল জানান, ভুল করে দলীয় প্রার্থীকে হারানোর 'হুঙ্কার' দিয়ে ফেলেছেন। যদিও নিন্দুকেরা এই ভুলস্বীকার নিয়ে সন্দিহান। তাঁদের প্রশ্ন, যাঁর জন্য প্রচার, তাঁকেই হারানোর কথা বলার মতো 'ভুল' হতে পারে কি? এই নিয়ে অস্বস্তি বাড়তে পারে গেরুয়া শিবিরের, মনে করছেন অনেকেই। সব মিলিয়ে জমজমাট প্রচারের মধ্যে বিতর্কের আঁচ।


বিজেপির বুথ সভাপতির বাড়িতে...
গত কাল, ময়নার প্রচারে এসে বিজয়কৃষ্ণ ভুইয়াঁর বাড়িতে আসেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। শেষ পঞ্চায়েত নির্বাচনের আগে নিহত হয়েছিলেন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়াঁ। গত কাল, নিহত দলীয় কর্মীর ছবিতে মালা দেন তিনি। এর পর নিহতের স্ত্রী লক্ষ্মী ভুইয়াঁর সঙ্গে কথা বলেন। লক্ষ্মী তাঁর কাছে জানান, তাঁর স্বামীকে খুনের ঘটনায় যাদের নাম রয়েছে, তারা এখনও পুলিশের গাড়িতে করেই ঘুরে বেড়াচ্ছেন। সব কিছু শুনে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পর বিজয়কৃষ্ণ ভুইয়াঁর বাড়ি থেকে বেরিয়ে গোড়ামাহাল জুনিয়র হাইস্কুলে থাকা পুলিশ ক্যাম্পে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ক্যাম্প পরিদর্শন করে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "আপনাদের মাধ্যমে আমি ময়না থানা এবং পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে অনুরোধ করব, এই শিবিরটি যেন অন্যত্র সরিয়ে নেয়। একটা স্কুল আটকে ক্যাম্প  বাঞ্ছনীয় নয়! এটা খুব খারাপ লাগছে! এই খারাপ কাজটা যাতে আর না করে! পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। পুলিশের সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক! সে জন্য আপনাদের মাধ্যমে ময়না থানা এবং পূর্ব মেদিনীপুর পুলিশ সুপারকে অনুরোধ করব এই পুলিশ ক্যাম্পটা সরিয়ে নিতে।  যদি না করে তখন অন্য কোনও পদক্ষেপ ভাবতে হবে।'


আরও পড়ুন:'গোপনীয়তার অধিকার ভঙ্গ..', দেবাংশুর বিরুদ্ধে কমিশনে BJP প্রার্থী রেখা পাত্র