বোলপুর: ২০২৪ এর লোকসভা নির্বচনে হাড্ডাহাড্ডি লড়াই। বোলপুরে জিতলেন তৃণমূলের অসিত মাল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ লক্ষ ৬ হাজার ৪৪৩ ভোটে এগিয়ে ছিলেন তিনি। 


দীর্ঘ ৪৩ বছর এই কেন্দ্র বাম দুর্গ হিসেবেই পরিচিত ছিল। এরপর ক্ষমতায় আসে তৃণমূল ৷ দ্বিতীয়বার এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন অসিত কুমার মাল ৷ অন্যদিকে, বিজেপি প্রার্থী পিয়া সাহা ২০১৫ সালে সাঁইথিয়া পৌরসভায় জয়ী হয়ে কাউন্সিলর হয়েছিলেন ৷ এবার তিনিই বোলপুর লোকসভার বিজেপি প্রার্থী ৷ বামেদের হয়ে এই কেন্দ্রে লড়াই করেছেন শ্যামলী প্রধান। 


বোলপুর লোকসভার অন্তর্গত বোলপুর, নানুর, লাভপুর, ময়ূরেশ্বর এবং পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, আউশগ্রাম ও কেতুগ্রাম, এই ৭টি বিধানসভা। এই কেন্দ্র এসসি সংরক্ষিত। 


বোলপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রই ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জিতেছে তৃণমূল।  ১৯৯৯ এবং ২০০৪ সালে জিতেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। সিপিএম সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায় ২০০৪ সালে লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছিল। ২০০৯ সালে বামপ্রার্থী রামচন্দ্র ডোম জিতেছিলেন বোলপুর লোকসভা কেন্দ্র থেকে।  ২০১৪ সালে এই কেন্দ্রে জিতেছিল তৃণমূল।


আরও পড়ুন , মতুয়াগড়ে জয়ের হাসি হাসলেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর, জিতলেন বড় ব্যবধানে 


একুশের বিধানসভার পর চব্বিশের লোকসভার লড়াইতেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুটির কাছে ফের হার মানতে হল নরেন্দ্র মোদি, অমিত শাহকে। বাংলা আবার নিজের মেয়েকেই চাইল। লোকসভা ভোটে বাংলা তৃণমূলময়, মোদি নয়, দিদির গ্যারান্টিতেই আস্থা ভোটারদের। বিধানসভার পর লোকসভাতেও বঙ্গে বিজেপির ভরাডুবি। সেই সঙ্গে বাংলার ফলে, ফের সুপ্রতিষ্ঠিত হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব।


বিধানসভার পর লোকসভা ভোটেও বাংলায় বিপর্যয় হল বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে সবুজ-ঝড়ে ফিকে হয়ে গেল গেরুয়া রং। দেশজুড়েও চারশো পারের স্বপ্ন পূরণ হল না নরেন্দ্র মোদি-অমিত শাহদের। NDA-কে থামতে হল তিনশোর আগেই। বাহান্ন থেকে এক লাফে কংগ্রেস পৌঁছে গেল, একশোর দোরগোড়ায়।                                                              


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে