ব্যারাকপুর: গণনা চলাকালীন তৃণমূলের (TMC) একজন কাউন্টিং এজেন্টকে ঘুষি মারার অভিযোগ উঠল ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অর্জুন। এদিকে জেতার খুব কাছে পৌঁছে যাওয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক এই ঘটনার জন্য অর্জুন সিংকে তীব্র আক্রমণ করেন। অর্জুন সিংয়ের দখলে থাকা মজদুর ভবনে দুষ্কৃতীরা আশ্রয়ে নিয়েছে বলে অভিযোগ জানিয়ে সেখান তল্লাশি চালানোর হুঁশিয়ারি দিয়েছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণ বাদেই দেখা যায় যে ব্যারাকপুর লোকসভা আসনে ৩০ হাজারের বেশি পিছিয়ে গেছে সেখানকার বিজেপি প্রার্থী অর্জুন সিং। সেই সময়ই কিছু কারণে কথা কাটাকাটি হওয়ার জন্য গণনা কেন্দ্রে থাকা তৃণমূলের একজন কর্মী রজত মৈত্রকে অর্জুন মুখে ঘুসি মারেন বলে অভিযোগ।


আরও পড়ুন: Abhishek Banerjee Victory Margin: নির্বাচনের ময়দানেও 'ডায়মন্ড মডেল', ৬ লক্ষ ৫৮ হাজার ভোটে এগিয়ে অভিষেক


এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, "ওই ব্যক্তিকে আমি চিনিই না। পুলিশের সামনেই আমার সঙ্গে বচসা করছিল। তবে মারামারির কোনও ঘটনাই ঘটেনি। বরং তৃণমূলের তরফেই জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। বিজেপির লোকজনকে দেখলে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি কাউকে কাউকে মারধরও করেছে বলে শুনেছি। অন্যদিকে আক্রান্ত হওয়া তৃণমূল কর্মী বলেন, আমি কিছু করিনি অর্জুন সিং আচমকা আমাকে ঘুষি মেরেছে। আমাকে ভয়ও দেখিয়েছেন। আসলে হারের ভয়েই এই ঘটনা ঘটিয়েছেন অর্জুন সিং।" 


এই ঘটনার কথা শুনে অর্জুন সিংকে তীব্র আক্রমণ করেছেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। তিনি বলেন, "মজদুর ভবনটা দুষ্কৃতীদের আখড়ায় পরিণত করেছে অর্জুন সিং। ওখানে ক্রিমিনালদের লুকিয়ে রাখা আছে। তাদের দিয়ে তোলাবাজি থেকে খুন সবকিছুই করায় অর্জুন সিং। মানুষকে ভয় দেখিয়ে জমি দখল থেকে শুরু করে সবধরনের অপরাধমূলক কাজ করে। আমি দিদি, আর পুলিশ ও প্রশাসনকে বলে ওখানে তল্লাশি চালাব।"  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Lok Sabha Election Result 2024: 'সময় এসে গেছে, ব্যাগ গুছিয়ে নিয়ে হিমালয়ের দিকে রওনা দিন', মোদিকে খোঁচা জয়রামের