Panchayat Election Exit Poll Live: কার দখলে গ্রাম বাংলা? সি ভোটারের Exit Poll
Panchayat Exit Poll 2023 Live: গ্রাম বাংলায় শেষ হাসি কে হাসবেন? কী বলছে সি ভোটারের Exit Poll?

Background
খুন-জখম-মারামারি। বোমা-বন্দুক-আতঙ্ক। পঞ্চায়েত ভোটে (Panchayat Election) দিনভর হিংসার দাপট। সি ভোটারের EXIT POLL। কার দখলে গ্রাম বাংলা
উত্তর থেকে দক্ষিণ, ভোট-হিংসায় পরপর মৃত্যু। অদৃশ্য কেন্দ্রীয় বাহিনী (Central Force)। নীরব কমিশন। রাষ্ট্রপতি শাসন চান শুভেন্দু, পাল্টা কুণাল
Panchayat C-Voter Exit Poll Live: দক্ষিণ দিনাজপুরে এগিয়ে থাকবে কে?
সি ভোটারের এক্সিট পোল জানাচ্ছে, ২১ আসনের দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রাপ্ত আসন ১১ থেকে ১৫ টি। আর বিজেপি যেখানে পেতে পারে ৬ থেকে ১০ টি আসন। আর শূন্য থেকে ১ টি আসন যেতে পারে বাম-কংগ্রেসের দখলে।
Panchayat Election Exit Poll Live: নদিয়ায় পাল্লা ভারী তৃণমূলেরই, ইঙ্গিত সি ভোটার সমীক্ষায়
এবার পঞ্চায়েত ভোট ২০২৩ সালে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, মোট আসন ২৬ টির মধ্যে তৃণমূলের সম্ভাব্য আসন ১৯ থেকে ২৫ টি, বিজেপির সম্ভাব্য আসন ০ থেকে ৪ টি, বাম এবং কংগ্রেসের সম্ভাব্য আসন শূন্য থেকে ৩ টি।





















