সোনারপুর: যাদবপুর (Jadavpur) কেন্দ্রের কংগ্রেস (Congress) সমর্থিত সিপিএম (CPIM) প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখনে রাতের অন্ধকারে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। কোথাও আবার সিপিএমের লেখা দেওয়াল মুছে দলীয় প্রার্থীর হয়ে দেওয়াল লিখনের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। রাজপুর-সোনারপুর (Rajpur-Sonarpur) পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেখা গেল এমন ছবি। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এইভাবে জোর করে দেওয়াল দখল করার অভিযোগ সিপিএমের। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের তরফে।
আরও পড়ুন: Mamata Banerjee : 'মুখ দিয়ে বেরিয়ে গেছে রাগের চোটে' মমতার বক্তৃতার মাঝে 'কুশব্দ', বিতর্ক তুঙ্গে
রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের পৌর পিতা মিলন সরকার এই অভিযোগ অস্বীকার করেন। তাঁর বক্তব্য, এই ওয়ার্ডে সিপিএমের দেওয়ার লিখনের মতো কর্মী নেই। তাই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে বলে তিনি জানান। অন্যদিকে সিপিএমের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরেই এই দেওয়ালগুলিতে দলীয় বিভিন্ন কর্মসূচি প্রচার করে থাকেন। এলাকার বামকর্মী কৃশানু বিশ্বাস জানান, কাউন্সিলরের মদতে এইসব ঘটনা ঘটেছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন, "লাল ঝান্ডটাকে ভয় পাচ্ছে তৃণমূল। জিততে পারবে না বুঝতে পেরেই এইসব করছে ওরা। "
আরও পড়ুন: Congress Manifesto : কর্মসংস্থান, জাতগণনা; কংগ্রেসের 'ন্যায়পত্র-ইস্তেহারে' কী কী আশ্বাস ?
প্রসঙ্গত উল্লেখ্য, যাদবপুর লোকসভা আসনে এবার মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অভিনেত্রী থেকে রাজনৈতিক নেত্রীতে পরিণত হওয়া দলের যুব সংগঠনের নেত্রী সায়নী ঘোষকে। কংগ্রেসের সমর্থনে সিপিআইএম প্রার্থী হয়েছেন বাম যুব নেতা সৃজন ভট্টাচার্য আর বিজেপি দাঁড় করিয়েছে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অধিকর্তা অনিবার্ণ গাঙ্গুলিকে। আব্বাস ও নৌশাদ সিদ্দিকির দল আইএসএফ যাদবপুরে প্রার্থী দিলেও তারা ভাঙড়ের বাইরে সেই রকম কোনও সংগঠন এখনও পর্যন্ত গড়ে তুলতে পারেনি। তাই তাদের লড়াইয়ের মধ্যে রাখতে চাইছেন না রাজনৈতিক ব্যক্তিরা।
একসময়ে বামদের গড় বলে খ্যাত যাদবপুরে অনেক দিন জিততে পারেননি কোনও সিপিএম প্রার্থী। এবার তাই বঙ্গ সিপিএমের অন্যতম মুখ সূজন ভট্টাচার্যের উপর ভরসা রাখছেন লালঝাণ্ডা বহনকারীরা। যদিও শেষ হাসি কে হাসবে তা বোঝা যাবে আগামী ৪ জুনই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।