বর্ধমান: দুর্গাপুরে প্রচারে গিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপের রোষের মুখে দলের একাংশ। দিলীপের দাবি, তাঁকে একই জায়গায় ঘোরানো হচ্ছে। হাতে এমনিতেই সময় কম, তার মধ্যে কে এমন কর্মসূচি ঠিক করছেন প্রশ্ন তুললেন দিলীপ। তীব্র গরমে মাথা ঠিক রাখতে না পারলে দলীয় কর্মীদের গরু চরানোরও পরামর্শ দিলেন তিনি। (Lok Sabha Elections 2024)


বুধবার দুর্গাপুরের সাগরভাঙা এলাকায় চা-চক্রে যোগ দেন দিলীপ। সেখানেই প্রচার কর্মসূচি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দিলীপ বলেন, "একই জায়গায় ঘোরানো হচ্ছে। হাতে সময় কম, কে ঠিক করছে কর্মসূচি? খোঁজ নিয়ে দেখব।" দিলীপ জানান, গতকাল আদিত্যনাথ যোগীর প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। এখনও অনেক জায়গায় যাওয়া বাকি রয়েছে। সেই আবহে কেন একই জায়গায় দু'বার করে ঘোরানো হচ্ছে, প্রশ্ন তুললেন। 


এদিন সংবাদমাধ্যমের সামনেই অসন্তোষ প্রকাশ করতে শোনা যায় দিলীপকে। তিনি বলেন, “বলছে, চলুন, চলুন। শেষ মুহূর্তে এরকম বললে হয় না। মন্ত্রী এসেছেন, তাঁর জন্য আলাদা কর্মসূচি রয়েছে, আমার আলাদা কর্মসূচি রয়েছে। আমার সঙ্গে কাজ করতে হলে সিস্টেমে কাজ করতে হবে। যে পারবে না, বাড়িতে বসে থাকুক।”


আরও পড়ুন: Kunal Ghosh: তৃণমূলের রাজ্য সম্পাদক পদ থেকে অপসারিত কুণাল, তাপসের প্রশংসা, অস্বস্তিকর মন্তব্যের জের কি?


সংবাদমাধ্যমে দিলীপ বলেন, "কই জায়গায় বার বার কর্মসূচি চলছে। আমি যত বেশি সম্ভব জায়গায় যেতে চাইছি। দেখলাম, একই জায়গায় এসেছি। এখানে ঘুরে গিয়েছি আমি। কী করছে বুঝতে পারছে না। আমি দেখছি।" দলের জেলা নেতৃত্বের উপর ক্ষুব্ধ দিলীপ, কারণ আজ যেখানে চা-চক্রে যান দিলীপ, কয়েক দিন আগেই সেখানে চা-চক্র করে গিয়েছিলেন তিনি। দলের লোকজন ঠিকঠাক কাজ করছেন না বলে অভিযোগ তোলেন।


দিলীপের ক্ষোভ স্বাভাবিক বলেই মেনেছেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। কর্মসূচির দায়িত্বে যাঁরা রয়েছেন, কোন দিন কোথায় কর্মসূচি হবে, তা যাঁরা ঠিক করেন, তাঁদের তরফেই কিছু গন্ডগোল হয়েছে বলে জানা যাচ্ছে। তাই এদিন প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন দিলীপ। বিষয়টি নিয়ে জেলা বিজেপি-তে তৎপরতা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এবছরই প্রথম বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন দিলীপ। এতদিন তিনি ছিলেন মেদিনীপুরের সাংসদ। মেদিনীপুর তাঁর হাতের তালুর মতো চেনা। কেন্দ্র বদল হওয়াতে গোড়াতেই অসন্তোষ প্রকাশ করেছিলেন দিলীপ। তার কারণও এবার সামনে এল।