কলকাতা: বেশ কয়েকটি আসনের জন্য প্রার্থিতালিকা ঘোষণা করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এর মধ্যে ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাম প্রার্থী প্রতিকুর রহমান। ব্যারাকপুর থেকে লড়বেন সিপিএম প্রার্থী ও অভিনেতা দেবদূত ঘোষ। বসিরহাটে সিপিএম প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। ঘাটাল থেকে লড়বেন সিপিআইয়ের তপন গঙ্গোপাধ্যায়। বারাসত থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রবীর ঘোষের। 


আর যা...
গত কাল, বৃহস্পতিবার, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি জানিয়ে দেন, তিনি ডায়মন্ড হারবার থেকে লড়ছেন না। শুধু তাই নয়। জোট না হওয়ার জন্য বামেদের  দায়ী করেছিলেন তিনি। তার পর, আজ, শুক্রবার, ডায়মন্ড হারবার থেকে বাম প্রার্থী হিসেবে প্রতিকুর রহমানের নাম ঘোষণা করলেন ফ্রন্ট চেয়ারম্যান। এই কেন্দ্রে এখনও পর্যন্ত বিজেপির প্রার্থী ঘোষণা বাকি। এদিন ব্যারাকপুর থেকে অভিনেতা দেবদূত ঘোষের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। অভিনয় জগতের মতোই রাজনৈতিক জগতে চেনা মুখ দেবদূত। ভোটে লড়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে, টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বামেদের প্রার্থী হয়েছিলেন তিনি। উল্টো দিকে ছিলেন তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এমনিতেই দুই 'হেভিওয়েট'-র কারণে গত কয়েক মাস ধরে শিরোনামে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। তৃণমূলের টিকিট না পেয়ে লোকসভা ভোটের মুখে বিজেপিতে ফিরে যাওয়া অর্জুন সিংকে এখান থেকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির। এবার এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সেখানে বামেদের প্রার্থী তিনি। বসিরহাট থেকে যিনি সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানানো হয়, তাঁর নাম সন্দেশখালির বিক্ষোভের পর থেকে গত কয়েক মাসে বহু বার উচ্চারিত হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদকে গ্রেফতার করা হয়। সিপিএমের অভিযোগ ছিল, ওই দিন সকালে বাঁশদ্রোণীর ভাড়াবাড়ি থেকে নিরাপদকে নোটিস ছাড়াই তুনে আনে পুলিশ! গত ২৭ ফেব্রুয়ারি তাঁকে অন্তর্বর্তী জামিন দেয় কলকাতা হাইকোর্ট।  বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন তোলেন, 'কী ভাবে একজন নাগরিককে এভাবে হেফাজতে নিতে পারে পুলিশ?' এবার বসিরহাট থেকে বামেদের হয়ে লড়বেন সেই তিনি।
এছাড়া ঘাটাল থেকে লড়বেন সিপিআইয়ের তপন গঙ্গোপাধ্যায়। এখানে তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেব। বারাসতে ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষকে প্রার্থী ঘোষণা করছে বামফ্রন্ট। এখানে তৃণমূলের হয়ে টিকিট পেয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, বিজেপির তরফে দাঁড়াচ্ছেন স্বপন মজুমদার। 


 


আরও পড়ুন:'NIA-র SP-র সঙ্গে বৈঠক করেছেন জিতেন্দ্র তিওয়ারি', নিশানা মমতার; কী বললেন BJP নেতা ?