বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাহুল গাঁধী (Rahul Gandhi Copter Searched)। কপ্টারে তল্লাশি তালিকায় আজকের সংযোজন ওয়েনাডের কংগ্রেস সাংসদ। সোমবার রাহুল গাঁধীর কপ্টারে তল্লাশি চালায় নির্বাচন কমিশন। তামিলনাড়ুর নীলগিরি পৌঁছতেই রাহুলের কপ্টারে তল্লাশি করা হয় বলে খবর। ওয়েনাড়ের কংগ্রেস প্রার্থীর কপ্টারের তল্লাশি করে কমিশনের ফ্লাইং স্কোয়াড। রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর তল্লাশির অভিযোগ করে তৃণমূল যা নিয়ে তুমুল হইচই হয়েছে। তার পর, এদিন রাহুলের কপ্টারে তল্লাশি।
আজ যা...
আজ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের তমলুক যাওয়ার কথা। তার আগেও বেহালা ফ্লাইং ক্লাবে নির্বাচন কমিশনের আধিকারিকদের পাঠানো হয় বলে খবর। তার পর পরই রাহুল গাঁধীর কপ্টারে তল্লাশির খবর। উত্তর কলকাতার বর্ষীয়ান কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য বলেন, 'নির্বাচন কমিশনের এই ধরনের কাজকর্ম থেকে স্পষ্ট, তারা নিরপেক্ষতা হারাচ্ছে। এখনও পর্যন্ত ভারতের দুটো দলের হেলিকপ্টার তল্লাশি হয়েছে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, প্রধানমন্ত্রী-সহ বিজেপি নেতৃত্ব অনবরত হেলিকপ্টারে করে ঘুরে বেড়ালেও সেখানে তল্লাশির কোনও ব্যাপার নেই? আসলে সবটাই বিরোধী রাজনৈতিক শক্তিকে দুর্বল করার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে।'
সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে, 'গত বার নির্বাচনে আমরা দেখেছিলাম ভয় পেয়ে গিয়েছিল। দিল্লির নেতামন্ত্রীরা আসবেন, তাঁদের কপ্টার নামার অনুমতি দিচ্ছিল না। তৃণমূল যেমন করেছিল। এবার দেখছি, কেন্দ্রীয় সরকার বিরোধীদের হেনস্থার নানা প্রক্রিয়া করছে। সেটা দেখেছি যখন চিদম্বরমকে মাঝরাতে বাড়ির পাঁচিল টপকে তুলে এনেছিল, মুখ্যমন্ত্রীদের যখন গ্রেফতার করেছে। রাহুল গাঁধী বিরোধী নেতা, ওঁকে ভয় পাচ্ছে। তাই উনি যে কপ্টারের সওয়ারি তার তল্লাশি করছে। বোঝা যাচ্ছে দিল্লির সরকার ভয় পেয়ে গিয়েছে।' তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশির সঙ্গে রাহুল গাঁধীর কপ্টারে তল্লাশির বিষয়টি মেলাতে নারাজ সুজন চক্রবর্তী। তাঁর ব্যাখ্যা, 'প্রথমত, একটিতে রাহুল গাঁধী সওয়ারি হবেন। তাতে তল্লাশি। অন্যটায় ট্রায়াল রান চলছিল, সেখানে তল্লাশি হয়। দুটি এক নয়। দ্বিতীয়ত, দিল্লির মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বা রাহুল গাঁধীকে কেন্দ্র ভয় পাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টি ঠিক তা নয়।' তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে যা হল তা নাটক, রাহুল গাঁধীর ক্ষেত্রে হেনস্থা। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীআবার বলেন, 'কপ্টার তল্লাশি হতেই পারে। আমাদের গাড়িতে চেকিং হয়, তল্লাশি নয় কেন? আমি তো মনে করি, মোদিরও হতে পারে।'
আরও পড়ুন:পুরনো অভিযোগকে 'অস্ত্র' করে অর্জুনকে নিশানা পার্থর, পাল্টা অর্জুনের