কুমারগঞ্জ: 'এরা কিছুদিন আগে বলল জাতভিত্তিক জনগণনা করব। মানে আমাদের ভাগাভাগি করবে। আর সংখ্যালঘুদের ডিটেনশন সেন্টারের ভয় দেখাবে', কুমারগঞ্জের নির্বাচনী জনসভা (Suvendu Adhikari On Divisive Politics) থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে এবার বিভেদের রাজনীতির অভিযোগে তোপ দাগলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। '১৮টি রাজ্যে বিজেপি সরকার রয়েছে। কুমারগঞ্জ তথা গোটা দক্ষিণ দিনাজপুরের পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্যে গিয়ে উপার্জন করেন। এক জনকেও বলুন তো বিজেপি তাঁর ধর্ম দেখে তাড়িয়েছে?', প্রশ্ন ছুড়ে দেন বিরোধী দলনেতা।  


শুভেন্দুর হুঙ্কার...
নন্দীগ্রামের বিজেপি বিধায়কের বক্তব্য, তাঁর দল জাতপাত নয়, উন্নয়নের ভিত্তিতে ভোট চায়। এই প্রসঙ্গে রাজ্যের শাসকদলকে একহাত নেন তিনি। আসে সিএএ-র কথাও। শুভেন্দু বলেন, 'সিএএ হয়ে গিয়েছে দেড় মাস হল। এক জনেরও নাগরিকত্ব গিয়েছে? উত্তর হল, না। বিজেপি এগুলো করে না।' নারী, কৃষক, যুবক এবং দরিদ্রের উন্নয়নই যে নরেন্দ্র মোদি সরকারের একমাত্র লক্ষ্য, সে কথাও মনে করিয়ে দেন বিরোধী দলনেতা। এর পর আশ্বাস, 'বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার হবে অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা করে পাওয়া যাবে। বার্ধক্য থেকে কিষাণ ভাতাও বাড়িয়ে ৩ হাজার করবে বিজেপি। বিজেপি ক্ষমতায় এলে মেধার ভিত্তিতে চাকরি, প্রতি বছর এসএসসি পরীক্ষাও নেওয়া হবে।' 


এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে...
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন যে রায় দিয়েছে, তার প্রসঙ্গ তুলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিঁধতে ছাড়েননি শুভেন্দু। বলেন, 'মুখ্যমন্ত্রীকে এবার প্রাক্তন করে ছাড়ব। চোরেদের বৈধ করেছিল রাজ্য মন্ত্রিসভা। ২০২২ সালের ৫ মে, মন্ত্রিসভার বৈঠকে থাকাদের হেফাজতে নিতে হবে।' প্রসঙ্গ, ভোটের মধ্যেই নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য। সোমবার ২৫ হাজার ৭৫৩জনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। '২০১৬-র সমস্ত নিয়োগই অবৈধ', নির্দেশে জানাল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের। মেয়াদ উত্তীর্ণদের ৪ সপ্তাহের মধ্য়ে বেতন ফেরতের নির্দেশও দিয়েছে ডিভিশন বেঞ্চ। পাশাপাশি তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। অন্য দিকে নতুন করে  নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসিকে, এও বলা হয়েছে রায়ে। 


 


আরও পড়ুন:'এই অর্ডার বেআইনি অর্ডার, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করছি', চাকুলিয়ায় চ্যালেঞ্জ মমতার