শান্তনু নস্কর, বাসন্তী: যুব তৃণমূল (TMC) কর্মীর খুনের পর সোমবার বাসন্তীতে (Basanti) যান 'গ্রাউন্ড জিরো' রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজভবনে (Raj Bhavan) পিস রুম যেমন খুলেছেন, তেমন পঞ্চায়েত ভোটে (Panchayat Election) সন্ত্রাস বিধস্ত এলাকাতে নিজেই পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল। তিনি এও বলেন, মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা, বন্ধ করতেই হবে। এদিকে, রাজ্যপাল ফিরে যেতেই বাসন্তীতে ফের চলল গুলি। 


এবার নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গি এলাকায় গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী খগেন্দ্রনাথ খুটিয়া। জানা গিয়েছে, বছর ৫৫-র ওই তৃণমূল কর্মীর বাঁ পায়ে গুলি লাগে। তাঁকে কলকাতার নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। শাসকদলের গোষ্ঠীকোন্দলের জের, পাল্টা অভিযোগ বিজেপির। 


এর আগে, যুব তৃণমূল কর্মীর খুন হয়ে যাওয়ার খবর পাওয়া মাত্রই, তাঁর মেয়ে তৃণমূল প্রার্থীকে ফোন করেছিলেন রাজ্যপাল। যদিও ওই নেতার বাড়িতে যেতে না পারা নিয়ে বিতর্কও তৈরি হয়। গ্রামে এসেও সিভি আনন্দ বোস তাঁদের বাড়িতে না যাওয়ায়, খুনে অভিযুক্ত ও প্রশাসনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন নিহত তৃণমূল কর্মীর মেয়ে। এবিপি আনন্দে এই খবর সম্প্রচার হওয়া মাত্রই, রাজভবনের তরফে ফোন আসে নিহতের মেয়ের কাছে। ক্যানিং গেস্ট হাউসে নিহতের মেয়েকে ডেকে পাঠিয়ে দেখা করেন তিনি। 


এরপরই সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যপাল জানিয়ে দেন, খুনের রাজনীতি, ভয়ের রাজনীতি, পেশিশক্তি প্রদর্শনের রাজনীতির দায় কার, আমার কাছে তা গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হল, হিংসা জারি রয়েছে। রাজ্যের কিছু কিছু পকেটে মানুষজন আতঙ্কিত গুন্ডা এবং আইন ভঙ্গকারীদের কারণে। যার শেষ হওয়া দরকার। কিন্তু তারপরও অশান্তি যেন শেষ হয়ে হইল না শেষ। 


আরও পড়ুন, রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রীকে আচার্য করার দাবি তুললেন প্রাক্তন উপাচার্যরা!


রাজ্যপাল যাওয়ার পরও যেভাবে গুলি চলেছে তা নিয়ে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। বাসন্তীতে সোমবার রাতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর দাবি, গতকাল তিনি ভোটার স্লিপ নিতে স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে যান। অভিযোগ, রাত সাড়ে ১১টা নাগাদ রাস্তায় দাঁড়িয়ে থাকার সময়, একটি গাড়ি ও ৪-৫টি মোটরবাইকে চড়ে আসে দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীকে গুলি করে তারা পালিয়ে যায়। ব্যক্তিগত আক্রোশ নাকি, রাজনৈতিক শত্রুতার কারণে হামলা, খতিয়ে দেখছে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ।  


পাশাপাশি, পঞ্চায়েত ভোটের পাঁচদিন আগে বাসন্তীতে দফায় দফায় অশান্তি। অভিযোগ, গতকাল রাতে বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর গরানবোস গ্রামে বিজেপি প্রার্থী ও কর্মীদের বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষকৃতীরা। বাইক ভাঙচুর করা হয়। চলে ইটবৃষ্টি।বিজেপির অভিযোগ, প্রতিদিনই হুমকি দিচ্ছে তৃণমূল। পুলিশকে বারবার জানিয়েও কাজ হয়নি। হামলা-যোগ অস্বীকার করেছে শাসকদল। এর আগে বাসন্তীর নফরগঞ্জে গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী।