আমদাবাদ: এগিয়ে আসছে আলোর উৎসব। বছরের শেষে আবার নির্বাচন (Gujarat Assembly Election 2022)। তার আগে বড় সিদ্ধান্ত গুজরাত সরকারের। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় গুজরাতবাসীকে বিনামূল্যে দু’টি রান্নার গ্যাসের সিলিন্ডার (CPG Cylinder) দেওয়া হবে সেখানে। এ ছাড়াও সিএনজি (CNG), পাইপলাইন মারফত সরবরাহ করা প্রাকৃতিক গ্যাসের উপর ১০ শতাংশ মূল্য সংযোজিত কর দেওয়া হবে সেখানে।


নির্বাচনের আগে গুজরাতে বিনামূল্য় LPG, সিএনজিৃর উপর ভ্য়াট কমানোর ঘোষণা


গুজরাত সরকার জানিয়েছে, মূল্য সংযোজিত করের হার কমানোয় তাদের এই সিদ্ধান্তে সিএনজি-র উপর প্রতি কেজিতে ৬ থেকে ৭ টাকা বাঁচবে সাধারণ মানুষের। পিএনজি-তে ৫ থেকে ৬ টাকা বাঁচবে প্রতি কেজিতে।


গুজরাত সরকারের এক প্রতিনিধি বলেন, “মূল্য সংযোজিত করে এই ছাড় দেওয়ায় গুজরাত সরকারের উপর বাড়তি ৩০০ কোটির বোঝা চাপছে। রান্নার গ্যাসের দুই সিলিন্ডার বিনামূল্যে দেওয়াতে ঘাড়ে চাপছে আরও ১৬৫০ কোটি টাকার বোঝা।”


আরও পড়ুন: Gujarat Assembly Election 2022: প্রচারে মোদিই ভরসা বিজেপি-র, গা ছাড়া মনোভাব কংগ্রেসের, গুজরাত নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী


গুজরাতের মন্ত্রী জিতু ভাগনানির দাবি, বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডারে উপকৃত হবেন গুজরাতের ৩৮ লক্ষ মানুষ। গৃহবধূদের হয়রানি দূর করতেই এমন সিদ্ধান্ত। যদিও, বিরোধীদের দাবি, বিধানসভা নির্বাচনের আগে পরিকল্পনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার। নির্বাচনের আগে সাময়িক অব্যাহতি দিয়ে মানুষকে বিপথে চালনা করছে তারা।


গুজরাতে বিজেপি-র হয়ে প্রচার করছেন নরেন্দ্র মোদি


এখনও পর্যন্ত গুজরাত নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে এ বছরের শেষ নাগাদই হতে পারে নির্বাচন। তার আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পিএম কিসান সম্মান নিধি যোজনার আওতায় ১২তম কিস্তির টাকা মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। দেশের ৮ কোটি কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে জমা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। 


তবে ভোটের আগে এ সব করে বিজেপি ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে বলে অভিযোগ বিরোধীদের। তাদের দাবি, দেখানোর মতো কোনও কাজই নেই গুজরাত সরকারের কাছে। তার জন্য জনমোহিনী ঘোষণা করে মনজয়ের চেষ্টা চলছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে প্রচার চালানো নিয়েও পদ্মশিবিরকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। রাজ্যে বিজেপি বিরোধী মানসিকতা তৈরি হয়েছে বলে মত প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিং বাঘেলারও।