করুণাময় সিংহ, মালদা: নির্দল প্রার্থী (Independent Candidates) এবং তৃণমূল প্রার্থীর কর্মী-সমর্থকদের (TMC Supporters) মধ্যে সংঘর্ষের ঘটনায় জখম অন্তত চার জন। মালদার (Malda) ইংরেজবাজারের (English Bazar) বিরোধপুর গ্রাম পঞ্চায়েতের সাতটারী এলাকার ঘটনা। জখমদের মধ্য়ে উভয় তরফের সদস্যরাই রয়েছেন। 


কী ঘটল?
সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর মঙ্গলবার সকাল থেকেই এলাকা থমথমে রয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে ইংরেজবাজার থানার পুলিশ। জানা যায়, সোমবার গভীর রাতে ভোট প্রচার কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী এবং নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় নির্দল প্রার্থী হাতেমতাই মিঞাঁ, নৌজাহান মিঞাঁ এবং কাসরুল মৌমিন জখম হন।অন্য দিকে তৃণমূলের এক কর্মী আজহারউদ্দিন মৌমিনও আহত হয়েছেন। খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, আলাদা সোমবার রাতে আলাদা ভাবে পঞ্চায়েত নির্বাচনের প্রচার চালাচ্ছিলেন তৃণমূল প্রার্থী এবং নির্দল প্রার্থী। ঠিক সেই সময়ই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশবাজার থানার বিশাল পুলিশ বাহিনী।  এই বিষয়ে নির্দল প্রার্থী মোকবেল মিঞাঁ জানান, বিনোদপুর গ্রাম পঞ্চায়েতে এত দুর্নীতি হয়েছে যে মানুষ তাদের পক্ষে নেই। তাই তাঁরা তৃণমূল কংগ্রেস ছাড়তে বাধ্য হয়েছেন। দুর্নীতিগ্রস্তদের টিকিট দেওয়া হয়েছে। তাঁর কথায়,  'গত কাল রাতে আমরা প্রচার করছিলাম। ঠিক সেই সময় আমাদের উপর হামলা চালায় শাসকদলের দুষ্কৃতীরা।' যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি শাসক দল তৃণমূল কংগ্রেসের।


বিজেপি প্রার্থীর ভাইকে 'অপহরণ'...
গত কালই ইংরেজবাজার থানার মহারাজপুর এলাকায় বিজেপি প্রার্থী নিমাই সিংহের ভাইকে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয়েছিল বলে অভিযোগ। নিমাই সিংহকে না পেয়ে তাঁর ভাই প্রসেনজিৎ সিংহকেই অপহরণ করা হয়, দাবি পরিবারের। বাড়ির থেকে একটু দূরে স্থানীয় কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন প্রসেনজিৎ। সেই সময় একটি চার চাকার গাড়ি আসে। সেখান থেকেই কয়েকজন দুষ্কৃতি প্রসেনজিৎ সিংহকে জোরপূর্বক অপহরণ করে বলে খবর। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে সিংহ পরিবার। মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, 'অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে।' যদিও এই ঘটনায় তৃণমূলের যোগ অস্বীকার করেছে শাসক শিবির।


আরও পড়ুন:চুলের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা প্রয়োজন ক্যাস্টর অয়েল? কীভাবে চুলের খেয়াল রাখে এই তেল?