কলকাতা: জিতেছে বিজেপি। কিন্তু দ্বিতীয় স্থানে কোনও দলের প্রার্থী নেই। রয়েছে NOTA. এমন ফলে সারা দেশেই নজর কেড়েছে মধ্যপ্রদেশের ইনদওর আসন। এই কেন্দ্রে ১০ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী (BJP)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী NOTA.

  


সারা ভারতে যেখানে প্রবল ধাক্কা খেয়েছে বিজেপির বিজয়রথ। উত্তরপ্রদেশে বিরোধী জোটের কাছে পিছিয়ে বহু আসনে। মহারাষ্ট্র, হরিয়ানাতেও ধাক্কা খেয়েছে। সেখানে মধ্যপ্রদেশে (Madhya Pradesh BJP Win) হাসি ফুটেছে বিজেপির মুখে। সবকটি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। নিশ্চিত জয়ের মুখও দেখেছেন অনেকে।


এই কেন্দ্রে বিজেপির প্রার্থী শঙ্কর লালওয়ানি (Sankar Lalwani) এখনও পর্যন্ত পেয়েছেন ১২২৬৭৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী NOTA, এই কেন্দ্রে নোটা এখনও পর্যন্ত পেয়েছে ২১৮৬৭৪ ভোট।   


কিন্তু এখানে নোটা এত আসন পেল কেন? এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছিল অক্ষয়কান্তি বামকে। কিন্তু তিনি কৈলাস বিজয়বর্গী এবং বিজেপি নেতা রমেশ মেন্ডোলার সঙ্গে গিয়ে তিনি তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। তারপরেই যোগ দেন বিজেপিতে। ওই আসনে আর প্রার্থী দিতে পারেনি কংগ্রেস (Congress)। তারপরেই ওই আসনে বিজেপির বিরুদ্ধে NOTA-তে ভোট দেওয়ার ডাক দেয় কংগ্রেস। তারপরেই ভোটের শেষে দেখা যায় নোটায় পড়েছে এত ভোট।


সংবাদমাধ্য়ম সূত্রের খবর, সে রাজ্যের কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারি নোটায় ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন লোকসভা অঞ্চলের ভোটারদের। বিজেপির অর্থশক্তিতে জবাব দেওয়ার জন্য নোটার ব্য়বহার করা হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস। 






নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শঙ্কর লালওয়ানি পেয়েছেন ৭৮.৯৯ শতাংশ ভোট। নোটা পেয়েছে ১৩.৬২ শতাংশ ভোট। বহুজন সমাজ পার্টির প্রার্থী পেয়েছেন ৪৯২৭৭ ভোট- যা শতাংশের হিসেবে ৩.২৯ শতাংশ।                                        


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: West Bengal Loksabha Election Result 2024 : মমতার কোন কোন মাস্টারস্ট্রোকে বঙ্গে কুপোকাত BJP? কী বলছেন বিশ্লেষকরা?