জয়নগর: লোকসভা নির্বাচনে জয়নগরে জয়ী হলেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল (Pratima Mondal)। ৮ লক্ষ ৯৪ হাজার ৩১২ ভোট পেয়েছেন তিনি। বিজেপি-র অশোক কাণ্ডারীকে ৪ লক্ষ ৭০ হাজার ২১৯ভোটে পরাজিত করেছেন তিনি।  ভোটপ্রাপ্তির নিরিখে অশোক রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছেন AISF-এর মেঘনাথ হালদার। তিনি ৬৫ হাজার ৩৭২ ভোট পেয়েছেন। (Jaynagar Loksabha Election Result)


এবারে সপ্তম দফায় ভোটগ্রহণ ছিল জয়নগরে। সেই ভোটগ্রহণ ঘিরে ব্যাপক অশান্তি ছড়ায়। তৃণমূল এবং বিজেপি-র মধ্যে সংঘর্ষ বাধে জয়নগরে। কোথাও মাথা ফাটে কারও, কারও হাত ভেঙেছে বলেও অভিযোগ সামনে আসে। দুই দলেরই বেশ কয়েক জন আহত হন বলে খবর আসে। নির্বাচন কমিশন যদিও ভেট শান্তিপূর্ণ হয়েছে বলে জানায়। এবারে জয়নগরে দফায় দফায় প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের সময় অশান্তির খবর সামনে এলেও, শেষ পর্যন্ত বিপুল ভোটে জয়ী হল তৃণমূল। সেখানে ভোটদানেও ব্যাপক উৎসাহ চোখে পড়েছিল। 


এদিন গণনা শুরুর পর থেকেই সেখানে এগিয় ছিল তৃণমূল। সেখানে দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় বিজেপি। গেরুয়া শিবিরের থেকেও পিছিয়ে যায় আরএসপি। ফলে প্রতিমার জয় একরকম নিশ্চিত হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই।


জয়নগর লোকসভা কেন্দ্রটি দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্ভুক্ত হলেও, কলকাতা মেট্রোপলিটন এলাকার মধ্যেই অবস্থিত। ১৯৬২ সালে তৃতীয় লোকসভা নির্বাচনের সময় এই লোকসভা কেন্দ্রের প্রতিষ্ঠা। ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত সেখানকার সাংসদ ছিলেন কংগ্রেসের পরেশনাথ কয়াল। ১৯৬৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত SUCI-এর দখলে ছিল জয়নগর কেন্দ্র। ১৯৭১ থেকে ১৯৭৭ এবং ১৯৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত জয়নগর যথাক্রমে কংগ্রেস এবং জনতা দলের দখলে ছিল।


আরও পড়ুন: Barrackpore Loksabha Election Result 2024: জয় শ্রীরাম - জয় বাংলায় চরম উত্তেজনা ব্যারাকপুরে, ঘাটালে ক্ষুব্ধ হিরণ, ভাঙড়ে বোমা


১৯৮০ থেকে ২০০৯, প্রায় তিন দশক জয়নগর কেন্দ্রে একচ্ছত্র আধিপত্য ছিল RSP-র। টানা আট বার জয়নগর থেকে সাংসদ নির্বাচিত হন RSP-র সনৎকুমার মণ্ডল। ২০০৯ সালে সেখানে জয়ী হন SUCI-এর তরুণ মণ্ডল। 


২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয়নগরে খাতা খোলে তৃণমূল। তাদের প্রার্থী প্রতিমা মণ্ডল জয়ী হন জয়নগরে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও জোড়াফুল শিবিরের হয়ে আসনটি ধরে রাখেন প্রতিমা। প্রথম বার ১ লক্ষের বেশি ভোটে জয়ী হন প্রতিমা। দ্বিতীয় বার জয়ী হন ৩ লক্ষের বেশি ভোটে। এবারেও প্রতিমার উপরই ভরসা রেখেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়