তমলুক: তমলুক লোকসভা কেন্দ্র (Tamluk Constituency ) থেকে জয়ী হলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Tamluk BJP Candidate Abhijit Gangopadhyay)। প্রথম থেকেই তাই এই কেন্দ্রে নজর রয়েছে সবার। কে করবে চেকমেট, অপেক্ষায় ছিল। তবে এবার অপেক্ষার অবসান, বাংলার প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই জয়ী করল রাজ্যের মানুষ। সকাল থেকেই এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। দুই জনেই সমানভাবে টক্কর দেন। তবে বেলাশেষে ৭০ হাজারেরও বেশি ভোটে জয়ী হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


অতীতে কাদের দখলে ছিল তমলুক লোকসভা কেন্দ্র ?


লোকসভা ভোটে অন্যতম হেভিওয়েট কেন্দ্র তমলুক। একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। সাল ২০০৯ । তখনও তৃণমূলের যোদ্ধা শুভেন্দু অধিকারী। তিনবারের সাংসদ লক্ষণ শেঠকে হারিয়ে দেন তিনি। এরপর আর ফিরে তাঁকাতে হয়নি। ২০০৯ থেকে ২০১৬ সাল অবধি তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। ২০১৬ সালে উপ নির্বাচনের পর এই কেন্দ্রের সাংসদ হন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। এর পরবর্তী সময়ে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে লড়েছিলেন তিনিই।


বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই জয়ী করল তমলুকের বাসিন্দা


এমনিতেই পূর্ব মেদিনীপুরকে 'অধিকারী গড়' বলেই চেনে সবাই। আর এবার সেই জেলাতেই  তমলুক লোকসভা কেন্দ্র থেকেই বিজেপি প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। যিনি একটা সময় নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক ঐতিহাসিক রায় দিয়েছেন। তাঁর বিপরীতে এই কেন্দ্রে তৃণমূলের তরফে লোকসভা ভোটে দাঁড়িয়েছেন দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি এই কেন্দ্রে দাঁড়িয়েছেন বামেদের তরুণ নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়।   


আরও পড়ুন, আমাদের সময়েও বহু রথী-মহারথীরা হেরেছিলেন, বাংলার মানুষ কারও কেনা গোলাম নয় : বাম প্রার্থী দীপ্সিতা


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।