বেঙ্গালুরু: এ ভাবেই ফিরে আসা যায়, কর্নাটকে (Karnataka Election Results 2023) প্রমাণ করল কংগ্রেস (Congress)। বিধানসভা নির্বাচনে জয়ী হল গ্র্যান্ড ওল্ড পার্টি। শুধু জয়লাভই নয়, একক সংখ্যাগরিষ্ট দল হিসেবে উঠে এল তার। প্রথম থেকে আত্মবিশ্বাস দেখিয়েও, হার স্বীকার করল বিজেপি। বেলা সাড়ে ১২টা নাগাদ কর্নাটকে কংগ্রেস এগিয়ে রয়েছে ১৩০টি আসনে। বিজেপি মাত্র ৬৬ আসনে এগিয়ে রয়েছে। এইচডি কুমারস্বামীর জনতা দল (সেক্যুলার) এগিয়ে রয়েছে ২২টি আসনে। অন্যান্যরা পেয়েছে ৬টি আসন। ইতিমধ্যেই হার স্বীকার করে নিয়েছে বিজেপি (BJP)।
'২৪-এর আগে খেলা ঘুরে গেল কর্নাটকে
নির্বাচনী সমীক্ষায় আগে থেকেই দৌড়ে এগিয়েছিল কংগ্রেস (Karnataka Election 2023 Results)। তবে বিজেপি মাঠে মাজিমাত করে ফেলতেও পারে বলে আশা ছিল গেরুয়া শিবিরের কর্মীদের। কিন্তু শনিবার সকালে ভোটগণনার শুরু থেকেই বোঝা যায়, খেলা ঘুরতে চলেছে। একেবারে শুরুতে কংগ্রেস এবং বিজেপি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও, মুহূর্তে বিজেপি-কে পিছনে ফেলে ঢের এগিয়ে যায় কংগ্রেস।
২২৪ আসনের কর্নাটক বিধানসভার মোট আসনসংখ্যা ২২৪। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে প্রয়োজন পড়ে ১১৩টি আসনের। বেলা ১২.৩০টায় কংগ্রেস এগিয়ে ছিল ১৩০টি আসনে। অর্থাৎ ম্যাজিক সংখ্যার চেয়েও এগিয়ে কংগ্রেস। এর মধ্যে কর্নাটকে প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার একাই কনকপুরে ৭০ শতাংশ ভোট নিজের ঝুলিতে পুরেছেন।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, কর্নাটকের এই ফলাফল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে সাবধানতার মার নেই, এই নীতি নিয়েই চলছে কংগ্রেস। কারণ এর আগে ঘোড়া কেনাবেচা করে বিধায়ক ভাঙানোর খেলা দেখা গিয়েছে কর্নাটকে। তাই আপাতত বিজয়ীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। সেই মতো তামিলনাড়ু এবং বেঙ্গালুরুতে হোটেল বুকও করা হয়ে গিয়েছে বলে খবর মিলছে।
তবে বিজেপি-র তরফে হার স্বীকার করে নেওয়া হয়েছে। কংগ্রেস ১২০ আসনে এগিয়ে যেতেই বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই হার স্বীকার করে নেন। বলেন, "প্রধানমন্ত্রী এবং বিজেপি কর্মীদের মরিয়া চেষ্টা সত্ত্বেও লক্ষ্যে পৌঁছতে পারিনি আমরা। পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হলে হারের কারণ পর্যবেক্ষণ করে দেখব আমরা। এই ফলাফল মাথা পেতে নিচ্ছি। তবে লোকসভা নির্বাচনে শক্তি বাডিয়ে ফিরে আসব।"
মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে দুই মুখ
কংগ্রেসের তরফে ইতিমধ্যেই জয় উদযাপন শুরু হয়ে গিয়েছে। কর্নাটকের আকাশে যেমন আবির উড়ছে, তেমনই দিল্লিতেও উৎসবে মাতোয়ারা দলের কর্মীরা। তবে কর্নাটকে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দোলাচল রয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন ডিকে শিবকুমার এবং সিদ্দারামাইয়া।