নয়াদিল্লি: আইপিএলের (IPL 2023) মাঠে চলচ্চিত্র জগতের একাধিক পরিচত মুখকে প্রায়শই খেলা দেখতে উপস্থিত থাকতে দেখা যায়। চলতি আইপিএলেও জ্যাকলিন ফার্নান্ডেজ, অনিল কপূর, সোনম কপূরদের আইপিএলের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। তিনি সশরীরে মাঠে উপস্থিত না হলেও, আইপিএলের ম্যাচগুলির দিকে নজর রাখছেন রজনীকান্তও (Rajnikanth)। শুধু নজর রাখছে বলা ভুল, মরসুমে সকলের নজর কাড়া রিঙ্কু সিংহকে (Rinku Singh) সরাসরি নাকি ফোনও করেছেন 'থালাইভা'।
চলতি আইপিএলেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েছেন রিঙ্কু। তারপর থেকেই রিঙ্কুকে ঘিরে উন্মাদনা সর্বত্র। শুধু সেই পাঁচ ছক্কায় অসম্ভবকে সম্ভব করাই নয়, রিঙ্কু একের পর এক ম্যাচে ধারাবাহিক রানও করেছেন। আর তাঁর এই পারফরম্য়ান্স নজর কেড়েছে রজনীকান্তরও। সুপারস্টার রজনী তাই রিঙ্কুকে বাহবা জানাতে নিজেই তাঁকে ফোন করেছিলেন বলে শোনা যাচ্ছে। শুধু ফোন করেই থামেননি সুপারস্টার রজনী। রিঙ্কু চেন্নাইতে এলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করারও ইচ্ছাপ্রকাশ করেন রজনী। অবশ্য রিঙ্কু ইংরেজিতে তেমন সরগড় নন, তাই তিনি রজনীকান্তের বলা বেশ কিছু শব্দ বুঝতে পারেননি বলেও রিপোর্টে দাবি করা হয়।
প্রসঙ্গত, রবিবারই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চিপকে মুখোমুখি হবে কেকেআর। সেই ম্যাচের আগে গতকালই রিঙ্কুসহ গোটা নাইট বাহিনী চেন্নাই পৌঁছে গিয়েছে। কিন্তু বর্তমানে রজনীকান্ত চেন্নাইতে নেই। তিনি তাঁর আসন্ন সিনেমা 'লাল সালাম'-র শ্যুটিংয়ের জন্য সদ্যই মুম্বই উড়ে গিয়েছেন বলে খবর। তাই তাঁর সঙ্গে এ যাত্রায় রিঙ্কুর সঙ্গে রজনীর সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নেই। ভবিষ্যতে এই দুই তারকার সাক্ষাৎ কবে হয়, সেটাই দেখার। তবে রিঙ্কু কিন্তু সুপারস্টার রজনীর সঙ্গে দেখা করার সম্ভাবনায় বেশি উচ্ছ্বসিত বলেই অন্দরমহলের খবর।
বর্তমানে লিগ তালিকায় সাত নম্বরে রয়েছে কেকেআর। অপরদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। নাইটদের প্লে-অফের যে ক্ষীণ আশা রয়েছে, সেই আশা বজায় রাখতে সিএসকেকে হারাতেই হবে নাইটদের। রিঙ্কুরা সেই লক্ষ্যে সাফল্য পান কি না, সেটাই দেখার বিষয়।
হার্দিকের দায়িত্ব পালন
তিনি গুজরাত টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক। তাঁর সামনে এবার খেতাব রক্ষা করার লড়াই। কারণ, গতবারের চ্যাম্পিয়ন তাঁর দল। এবারও পয়েন্ট টেবিলের শীর্ষে গুজরাতই।
হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) অবশ্য ক্রিকেটের বাইরের জীবনেও একইরকম সপ্রতিভ। আইপিএলের ফাঁকেই ছেলেকে পড়াতে বসে গেলেন তিনি। যে কোনও স্নেহশীল বাবার মতো। ছেলে অগস্ত্যকে পড়ালেন হার্দিক। বইয়ের ছবি দেখিয়ে জীব-জন্তু চেনানোর চেষ্টা করলেন। হার্দিকের প্রশ্নে সাবলীল উত্তর দিল খুদে অগস্ত্যও। হার্দিক নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন। মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছে। হার্দিক ক্যাপশনে লিখেছেন, 'রোজ শিখছি আর বড় হচ্ছি'। দাদা ক্রুণাল পাণ্ড্য থেকে শুরু করে সতীর্থ রশিদ খান, সকলেই ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে প্রশংসা করেছেন। দিয়েছেন ইমোজি।
আরও পড়ুন: 'স্নেহের খুকি....তোমার মাতা ঠাকুরানী'