অনির্বাণ বিশ্বাস, কলকাতা: দফায় দফায় ভোটের (Election Result 2024) ব্যবধান বাড়াচ্ছেন কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় (Mala Roy Reaction)। শেষ পাওয়া খবর অনুযায়ী, কলকাতা দক্ষিণে ১ লক্ষ ১৩ হাজারের বেশি ভোটে এগিয়ে তিনি। বললেন, 'গত বারের থেকে বেশি ব্যবধান হবে। সবেমাত্র ৪-৫ রাউন্ড হয়েছে। ২০ রাউন্ড মতো আরও বাকি। দেখা যাক, এখনই যদি এত মার্জিন হয়, ২০ রাউন্ড শেষে কোথায় দাঁড়ায়।'


কী বললেন মালা?
'এক্সিট পোল'-এ যে গেরুয়া ঝড়ের পূর্বাভাস ছিল, তার সঙ্গে এখনও পর্যন্ত গণনার যা ট্রেন্ড তার সঙ্গে মিলছে না। এই নিয়ে মালার কটাক্ষ, 'ওই ঝড়টা এখন হাওয়া হয়ে গিয়েছে। ঝড়ের সেই বেগ এখন আর নেই। এখন দিনের শেষে বোঝা যাবে যে ইন্ডিয়া জোট কটা আসনে আর এনডিএ কটা আসনে এগোল।' তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিপুল ঝড়ের কথা বললেন মালা। সঙ্গে বিদ্রুপ, 'অনেকেই হয়তো এই ঝড়ের কথা ভাবতে পারেননি। আজ মিডিয়া বলছে, খুব ভাল লাগছে।' ২০১৯ সালের লোকসভা ভোটে এই তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছিল বিজেপি। তৃণমূল যেখানে ২২টি আসন পেয়েছিল, সেখানে ১৮টি আসন জেতে বিজেপি। সেখান থেকে এবারের লড়াইটি কি কঠিন ছিল? কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থীর জবাব, 'অনেক প্রচার হয়েছিল। তাবড় তাবড় নেতারা যে ভাবে পশ্চিমবঙ্গে এসে কালিমালিপ্ত করছিলেন...কিন্তু আমরা আশাবাদী ছিলাম। আমাদের নেতৃত্বরা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়রাও আশাবাদী ছিলেন। এঁরা সারা বাংলাজুড়ে অনুষ্ঠান করেছেন। মিছিল, পদযাত্রা করেছনে। ওঁরা খুব আত্মবিশ্বাসী ছিলেন। ২০১৯ সালে মোদির একটা ঝড় ছিল। এখন আর সেটা নেই।' কিন্তু বাংলায় যে সবথেকে ভাল ফলের আশা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী? মালার হাসিমুখে জবাব, 'স্বপ্ন দেখা ভাল। কিন্তু সব স্বপ্ন ক্ষীণ হয়ে যাচ্ছে।' 


আর যা...
শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেই বড়সড় ধাক্কার মুখে বিজেপির এনডিএ জোট। ৪০০ পার করার স্লোগান দিয়ে এখনও পর্যন্ত ২৯৭টি আসনে এগিয়ে রয়েছে তারা।  অন্য দিকে 'ইন্ডিয়া' জোট এগিয়ে ২২৮টি আসনে। 'কাঁটে কা টক্কর' চলেছে সকালে বেশ কিছুক্ষণ পর্যন্ত। সব মিলিয়ে কি 'ব্র্যান্ড-মোদি' কিছুটা ক্ষুণ্ণ হওয়ার মুখে? ফলপ্রকাশ হতে এখনও অনেকটা সময় বাকি। তবে ট্রেন্ড দেখে এখন থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছে নানা মহলে।


 


আরও পড়ুন:রেজাল্ট বেরোলে পরিবারের লোকদের পুড়িয়ে মারব, অভিযোগ রেখা পাত্রর